মমতাকে নিশানা দিলীপের
মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের কদর্য ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুরুলিয়ায় দলীয় প্রার্থীর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পরার পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা। তিনি বলেছেন, দিদিকে পায়ে ব্যান্ডেজ করে রেখেছেন। সভায় প্রচারে গিয়ে সকলকে এক পা দেখাচ্ছেন। আরেকটা পা খোলা রয়েছে। কাজেই বারমুডা পরলে দুয়ো পা-ই পরিষ্কার দেখা যাবে বলে নিশানা করেছেন দিলীপ ঘোষ।
তীব্র প্রতিবাদ তৃণমূলের!
দিলীপ ঘোষের এহেন মন্তব্যে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে শাসকদলের তরফে। তৃণমূলের তরফে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দিলীপ ঘোষের বক্তব্যের ভিডিওটি দেওয়া হয়েছে। আর সেই ভিডিও দিয়ে তৃণমূলের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে তাঁদের সোশ্যাল মিডিয়াতে। শাসকের দলের মতে, এইরকম কুরুচিকর মন্তব্য দিলীপবাবু ছাড়া আর কারোর থেকে প্রত্যাশিত নয়! একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এইরকম নিন্দনীয় ভাষা প্রয়োগ প্রমাণ করে যে বাংলার বিজেপি নেতারা মহিলাদের সম্মান করে না। বাংলার মা-বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই অপমানের যোগ্য জবাব দেবে ২রা মে।
মমতার থেকে মুক্তি চায়
তৃণমূল কংগ্রেস বাংলার মেয়েকে চায় বলে প্রচার শুরু করেছে। সেই স্লোগানকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন এবার বাংলার মেয়ের থেকে মুক্তি চায় রাজ্যবাসী। কারণ গত ১০ বছরে বাংলার যে সর্বনাশ তাঁরা করেছেন আর কেউ তাঁকে চান না। এখন ভোট ভিক্ষে করে বেরাচ্ছেন মমতা। এবার বাংলার মেয়েকে বিদায় দিতে চান মানুষ। কারণ ১০ বছর তাঁকে ঘরে রেখে অনেক দেরি হয়ে গিয়েছে।
হুইল চেয়ারে সরকার
নন্দীগ্রামে পায়ে আঘাত লাগার পর হুইল চেয়ারে করেই রাজ্যের একাধিক সভায় প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যা। তৃণমূল কংগ্রেস নেত্রীর এই প্রচারকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেেছন মমতার দুয়ারে সরকার এখন হুইল চেয়ারে সরকার হয়ে গিয়েছে। পায়ে আগাত লাগার নাম করে নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইল েচয়ারে ঘুরে বাংলা জয় করতে পারবেন না মমতা। এমনই আক্রমণ শানিয়েছেন দিলীপ।
মমতা নিজেকে দুর্গা ভাবছেন
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অভিযোগ করেছেন মমতা নিজেকে দুর্গা মনে করছেন। আর এই ভাবনাই তাঁকে পরাজয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন শাহ। বাংলার মানুষ পরিবর্তন আনতে বদ্ধ পরিকর।তাঁরা ঠিক করে নিয়েছেন এবার মমতা সরকারের পতন হবেই।