মুম্বইতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ হাজারের বেশি, আতঙ্ক অব্যাহত

করোনার অতিমারী যবে থেকে ছড়িয়েছে , তারপর এই প্রথম নয়া রেকর্ড গড়ল মুম্বই। করোনার জেরে ভয়াবহতাকে উস্কানি দিয়ে করোনার জেরে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫১৮৫ জনের দেহে নতুন করে করোনা সংক্রমণ দেখা গিয়েছে। যা নিঃসন্দেহে উদ্বেগজনক।

দৈনিক সংক্রমণ ৪৭ হাজার ছাড়াল গত ২৪ ঘন্টায়, বাড়ল মৃতের সংখ্যাও

মায়ানগরী করোনার দ্বিতীয় স্রোতে ভয়াবহভাবে কুপোকাত। সেখানে গত ২৪ ঘণ্টায় যে আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে, তা নিয়ে ৩,৭৪,৬১১ জন মোট আক্রান্ত হয়েছে। মোট ৩,৩১৩২২ জন রোগী করোনা কাটিয়ে সুস্থ হয়েছেন গতকাল। যাঁদের মধ্যে ২,০৮৮ জন গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সুস্থ হয়েছেন। মায়ানগরীতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত ১১,৬০৬ জন। বর্তমানে মুম্বইয়ের মোট অ্যাক্টিভ কেস ৩০,৭৬০ জন।

দেখা যাচ্ছে মুম্বইতে করোনার সুস্থতার মাত্রা ৯০ শতাংশ। এটি গত ৮৪ দিনের নিরিখে একটি তথ্য। শহরে দেখা যাচ্ছে করোনার জেরে ০.৭৯ শতাংশ কনফার্মস কেস ১৭ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে সংগঠিত হয়েছে। এদিকে, ডুয়েল মিউটেশনের জেরে দেশে করোনার পরিস্থিতি যে ভয়াবহ হচ্ছে, তার বার্তা দিয়েছে কেন্দ্র। আর এই ডুয়েল মিউটেশনই সমস্যা বাড়াচ্ছে দেশের।

More MUMBAI News