আইসিসি টি ২০ ক্রমতালিকায় বিরাটের উত্থান, একদিনের ক্রমতালিকায় উঠলেন শিখর

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজে দুরন্ত ফর্মে থাকার সুবাদে আইসিসি টি ২০ ক্রমতালিকায় উত্থান অব্যাহত রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিকের ক্রমতালিকায় শীর্ষস্থানও ধরে রেখেছেন তিনি।

বিরাট উত্থান

এক ধাপ উঠে বিরাট আইসিসি টি ২০ ক্রমতালিকায় ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন চারে। তাঁর পয়েন্ট ৭৬২। এক ধাপে নেমে পাঁচে রয়েছেন লোকেশ রাহুল, তাঁর পয়েন্ট ৭৪৩। শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের ডেভিড মালান ৮৯২ পয়েন্ট নিয়ে। প্রথম দশে আর কোনও ভারতীয় না থাকলেও রোহিত শর্মা তিন ধাপ উঠে এসেছেন ১৪ নম্বরে, তাঁর বর্তমান পয়েন্ট ৬১৩। ইংল্যান্ডের জস বাটলার উঠে এসে রয়েছেন ১৮ নম্বরে। কেরিয়ারের সেরা ২৬ নম্বর স্থান ধরে রেখেছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। সূর্যকুমার যাদব দুটি টি ২০ খেলে নীচ থেকে উঠে চলে এসেছেন ৬৬ নম্বরে। এগারো ধাপ উঠে ঋষভ পন্থ এই তালিকায় ৬৯ নম্বরে রয়েছেন।

উজ্জ্বল ভুবনেশ্বর

ভারতীয় বোলারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর নেমে গিয়ে ১৪ নম্বরে এলেও সিরিজ নির্ণায়ক ম্যাচের সেরা ভুবনেশ্বর কুমার ২১ ধাপ উঠে এসেছেন বোলারদের তালিকায়। ভুবি রয়েছেন ২৪-এ। ৪৭ ধাপ উঠে হার্দিক পাণ্ডিয়া রয়েছেন ৭৮-এ। ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ এক ধাপ উঠে চারে রয়েছেন। ১২ ধাপ উঠে জোফ্রা আর্চার রয়েছেন ২২-এ। ১২ ধাপ উঠে ২৭-এ রয়েছেন মার্ক উড।

শীর্ষে বিরাট, উঠলেন শিখর

একদিনের আন্তর্জাতিকের ক্রমতালিকায় ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন বিরাট কোহলি। এক ধাপ নেমে রোহিত শর্মা রয়েছেন তিন নম্বরে। গতকাল ৯৮ রানের ইনিংসের সুবাদে শিখর ধাওয়ান দুই ধাপ উঠে চলে এসেছেন ১৫ নম্বর স্থানে। গতকাল ৯৪ রানের ইনিংস খেলে চার ধাপ উঠে কেরিয়ারের সেরা সপ্তম স্থানে চলে এসেছেন ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো। ইয়ন মর্গ্যান নেমে গিয়েছেন ২৪ নম্বরে। ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে লোকেশ রাহুল উঠে এসেছেন ৩১ নম্বরে।

বোলারদের ক্রমতালিকা

ওয়ান ডে-তে বোলারদের ক্রমতালিকায় বেন স্টোকস ৭৫ থেকে উঠে এসেছেন ৬৪ নম্বরে। ক্রিস ওকসকে টপকে অলরাউন্ডারদের তালিকায় তিনে উঠে এসেছেন স্টোকস। এই তালিকায় এক ধাপ নেমে নয়ে আছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় বোলারদের মধ্যে বোলারদের র‌্যাঙ্কিংয়ে জশপ্রীত বুমরাহ তৃতীয় স্থান ধরে রেখেছেন। ভুবনেশ্বর কুমার পাঁচ ধাপ উঠে কুড়ি নম্বরে রয়েছেন। যুজবেন্দ্র চাহাল রয়েছেন ২৩-এ। ২৭-এ নেমে গিয়েছেন মহম্মদ শামি। হার্দিক পাণ্ডিয়া নেমে গেলেও র‌্যাঙ্কিংয়ে উত্থান হয়েছে শার্দুল ঠাকুরের, তিনি রয়েছেন ৯৩-এ।

More VIRAT KOHLI News