আশঙ্কাই সত্যি হলো। ভারত-ইংল্যান্ড সিরিজ থেকে শ্রেয়স আইয়ারকে ছিটকে দিল কাঁধের চোট। খেলতে পারবেন না আইপিএলের প্রথমার্ধেও। কাঁধের হাড় আংশিক সরেছে শ্রেয়সের। বিসিআই এখনও সরকারিভাবে কিছু না জানালেও শ্রেয়সের ফিট হতে এখনও কয়েক সপ্তাহ লাগবে বলে জানা গিয়েছে।
গতকাল পুনেতে প্রথম একদিনের আন্তর্জাতিকে ফিল্ডিং করার সময় অষ্টম ওভারে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন যন্ত্রণাকাতর শ্রেয়স। স্ক্যানে ধরা পড়ে তাঁর কাঁধে আংশিকভাবে হাড় সরেছে। যে চোট সারতে আইপিএলের প্রথমার্ধ শেষ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছ। শ্রেয়স দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।
বাকি দুটি একদিনের আন্তর্জাতিকে শ্রেয়সের অনুপস্থিতিতে দলে আসার দৌড়ে রয়েছেন সূর্যকুমার যাদব ও শুভমান গিল। যদিও শেষ দুটি টি ২০ ম্যাচে দুরন্ত ব্যাটিং করা সূর্যকেই শুক্রবার প্রথম একাদশে দেখা যেতে পারে। এই ম্যাচে ঋষভ পন্থের খেলার সম্ভাবনা নেই লোকেশ রাহুল উইকেটকিপিংয়ের পাশাপাশি ফর্মে ফিরে ভালো ব্যাটিং করায়। তবে দিল্লি ক্যাপিটালস সূত্রে খবর, শ্রেয়স ফিট না হওয়া অবধি আইপিএলে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক ঋষভ পন্থই।
গত ছয় মাসে এই নিয়ে দ্বিতীয়বার কাঁধে চোট পেলেন ঋষভ। অস্ট্রেলিয়া সফরে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর ইংল্যান্ড সিরিজে কামব্যাক করেন। ইংল্যান্ড সিরিজের দলে যোগ দেওয়ার আগে শ্রেয়স মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে চারটি ম্যাচ খেলে দুটি শতরান করেন। আইপিএলের পর রয়্যাল লন্ডন কাপে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে তাঁর ১৫ জুলাই ইংল্যান্ড পৌঁছানোর কথা। ওল্ড ট্র্যাফোর্ডে শ্রেয়সের নামার আনুষ্ঠানিক ঘোষণার পরদিনই চোট পেলেন তিনি।
গতবার শ্রেয়সের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস আইপিএল ফাইনাল খেলেছিল। তবে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায়। শ্রেয়স ৫১৯ রান করে গত আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ছিলেন চার নম্বরে। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি ছিলেন দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী।