হায়দরাবাদ : অব্যাহত করোনর কাঁপুনী। দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। রাজ্যে রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। অদৃশ্য এই ব্যাধিকে রুখতে বেশকিছু রাজ্যে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পকেট লকডাউন। করোনাকে বাগে আনতে এবার গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মতোই অনির্দিষ্ট কালের জন্য সমস্ত সরকারি বেসরকারি স্কুল, কলেজ, হোস্টেল বন্ধের কথা ঘোষণা করল তেলেঙ্গানা সরকার।
জানা গিয়েছে, দেশজুড়ে যেভাবে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে তাতে সংক্রমণে লাগাম টানতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য রাজ্যের মতোই ২৪ মার্চ বুধবার থেকে তেলেঙ্গানার সমস্ত সরকারি বেসরকারি স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে সরকার। যদিও এই সময় মেডিকেল কলেজ গুলি খোলা থাকবে বলে সরকারি তরফে জানানো হয়েছে। তবে স্কুল, কলেজ গুলিতে আগের মতোই অনলাইনে পঠনপাঠন চলবে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে তেলেঙ্গানার শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্রা রেড্ডি জানিয়েছেন, ” গোটা দেশ সহ আশেপাশের রাজ্যে ফের যেভাবে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে তাতে বড় কোনও বিপর্যয় এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলি থেকে যাতে কোনও ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে এবং ছাত্র-ছাত্রীরা যাতে সুরক্ষিত থাকে সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। যদিও ইতিমধ্যে সংক্রমণ রুখতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট, ছত্তিশগড় ইত্যাদি রাজ্যের সরকার আপাতত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে।
জানা গিয়েছে, এই সমস্ত রাজ্যের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এবং সরকারি তরফে কোনও নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত সমস্ত বিদ্যালয়, কলেজ ও হোস্টেল গুলি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। এছাড়াও আগের মতোই অনলাইন ক্লাস চালু থাকবে।
এদিকে তেলেঙ্গানার করোনা পরিস্থিতি পর্যালোচনা করে মারণ ব্যাধির সংক্রমণ রোধ করতে বুধবার (২৪ মার্চ) থেকে এই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্রা রেড্ডি । তিনি আরও বলেন যে, রাজ্যের বিভিন্ন স্কুলে করোনা ভাইরাস নিয়ে অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। ফলে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
শুধু তাই নয়, এই নির্দেশিকা রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি স্কুল কলেজ এবং হোস্টেল গুলির জন্য কার্যকর থাকবে। তবে বন্ধ থাকবে না কোনও মেডিকেল কলেজ। যথারীতি আগের মতোই অনলাইন ক্লাস চালু থাকবে। এছাড়াও সংক্রমণ রুখতে রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষকে মাক্স পড়া, সামজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় তেলেঙ্গানায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,১৫১। মৃতের সংখ্যা ছুঁয়েছে ১,৬৭৪।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.