কলকাতা: দোল ও হোলিতে মেট্রো চলাচলের সময়সীমায় বদল আনা হল। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার দোলযাত্রার দিনে সকাল ৯টার বদলে মেট্রো চলবে বেলা আড়াইটে থেকে। তার পরের দিন সোমবারেও মেট্রো চলাচলের সময়সীমায় বদল আনা হয়েছে। মেট্রো রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ট্রেন চলাচলের সময়সীমায় বদলের কথা জানানো হয়েছে। দোল ও হোলিতে অন্যদিনের তুলনায় কম সংখ্যক মেট্রো চলবে।
আগামী রবিবার দোলযাত্রা। রবিবার সকাল ৯টার পরিবর্তে মেট্রোরেল পরিষেবা শুরু হবে দুপুর আড়াইটে থেকে। মেট্রো রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ওই দিন ১০৪টির বদলে মোট ৬০টি ট্রেন চালানো হবে। ঠিক তার পরের দিনই হোলি। সোমবার ২৫২টির বদলে দিনভর ১৭৬টি ট্রেন চালাবে মেট্রো রেল। প্রতিবারই দোল ও হোলিতে মেট্রো রেল চলাচলের সময়সীমায় বদল আনা হয়। এবারও তার অন্যথা হল না। উৎসবের দিনে সংখ্যায় কম মেট্রো চলবে কলকাতা ও শহরতলিতে।
যাত্রী সাধারণের সুবিধার্থে প্রেস বিজ্ঞপ্তি জারি করে দোলযাত্রা ও হোলির দিনে মেট্রো চলাচলের সময়সীমা সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। আগামী রবিবার দোলযাত্রার দিনে মেট্রো পরিষেবা শুরু দুপুর আড়াইটে থেকে। ওই দিন রাত ১০টা ৪৩ মিনিট পর্যন্ত পরিষেবা দেবে মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোটি ওই দিন দুপুর আড়াইটের সময় ছাড়বে।
ওই একই সময়ে দমদম থেকেও কবি সুভাষগামী অপর একটি মেট্রো ছাড়বে। এরই পাশাপাশি দোলযাত্রার দিনে বেলা আড়াইটের সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোও ছাড়বে। সোমবার হোলির দিনেও কম সংখ্যক ট্রেন চলবে বলে জানিয়েছে মেট্রোরেল। আগামী সোমবার ২৫২টির বদলে দিনভর ১৭৬টি ট্রেন চালাবে মেট্রো রেল।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.