'বারমুডা' মন্তব্য নিয়ে দিলীপ ঘোষকে কোন আখ্যা দিলেন তৃণমূলের দাপুটে মহিলা সাংসদ

ভোটের প্রচার পারদের মাঝেই তোপ পাল্টা তোপের রাজনীতিতে সরব বিজেপি ও তৃণমূল। এরই মাঝে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনা ঘিরে তুঙ্গে উঠতে শুরু করে দুই দলের তরজা। আর তা নিয়েই এদিন বেফাঁস মন্তব্য করেন দিলীপ ঘোষ।

West Bengal Election : পুরুলিয়া শহরে রোড শো করলেন দিলীপ ঘোষ

বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রচারের কিছু দৃশ্য

দিলীপের মন্তব্য

এদিন দিলীপ ঘোষ বলেছেন, শাড়ি নয়, বারমুডা পরুন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতির দাবি মমতা চোট নিয়ে যা করছেন তা 'নাটক'। দিলীপ ঘোষ বেফাঁস মন্তব্যে বলেছেন, ' যদি পা'টা বের করে রাখতে পারেন, তাহলে শাড়ি কেন বারমুডা পরলেই পারেন। পরিষ্কার দেখা যায়। কত নাটক আর দেখব।'

তৃণমূলের দাবি

দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে এইরকম নিন্দনীয় ভাষা যারা প্রয়োগ করে , সেই বিজেপি নেতারা মহিলাদের সম্মান করে না।

ক্ষোভে ফুঁসলেন মহুয়া

এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্যে, মহুয়া মৈত্র টুইটারে তোপ দাগেন দিলীপ ঘোষদের বিরুদ্ধে। দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে মহুয়া তাঁর টুইটে 'পারভার্ট' প্রসঙ্গ টেনে আক্রমণ শানান দিলীপকে।

অপমানের জবাব ২ রা মে

তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই ঘটনাক জবাব বাংলার মানুষ ২ রা মে দেবে। দিলীপ ঘোষকে এই মন্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাইতে বলা হয়েছে।

More DILIP GHOSH News