সোনার দাম রেকর্ড উচ্চতা থেকে এখনও সস্তার দিকে , ২৪ মার্চ কলকাতা সহ মেট্রো শহরে দর একনজরে

বিয়ের মরশুম শেষ। তবে সামনেই ফের বৈশাখ থেকে শুরু হবে বিয়ের মরশুম। এমন এক অবস্থায় দেশের ঘরোয়া বাজারে সোনার দাম টলমল। সোনার দাম বুধবার কোথায় গিয়ে পৌঁছল দেখে নেওয়া যাক। নজর রাখা যাক রুপোর দামেও।

সোনার দাম ২৪ মার্চ

সোনার দাম ১০ গ্রামে ৪৪,৮০০ টাকা হয়েছে। এপ্রিল ডেলিভারিতে দাম ফের একবার ৪৫ হাজারের নিচে নেমেছে আজ। এদিকে এর আগে , ২০২০ সালের অগাস্টে সোনার দাম ৫৬ হাজারের ঘর ছাড়িয়ে যায়। তারপর থেকেই সেভাবে সোনার দামের উর্ধ্বগতি দেখা যায়নি।

রুপোর দাম

এদিন এক কেজি রুপোতে দাম দাঁড়িয়েছে ৬৫,১৩৯ টাকা। এর আগে গত সেশনে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৪,৯৭২ টাকায়।

কলকাতায় সোনার দাম

২২ ক্যারেটে সোনার দাম ৪৪,২৭০ টাকা হয়েছে কলকাতায়। অন্যদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম কল্লোলিনী তিলোত্তমায় দাঁড়িয়েছে ৪৬,৮৭০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৪,০২০ টাকা। ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৫,০২০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৪০৬০ টাকা, ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮০৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৪,০২০ টাকা, ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৪৫,০২০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

অধিকারী-পরিবারে তৃণমূলের একা 'কুম্ভ’ দিব্যেন্দু! শিশিরের যোগদানের পরও দোলাচলে

বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রচার, সাথে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

More GOLD News