সোনার দাম ২৪ মার্চ
সোনার দাম ১০ গ্রামে ৪৪,৮০০ টাকা হয়েছে। এপ্রিল ডেলিভারিতে দাম ফের একবার ৪৫ হাজারের নিচে নেমেছে আজ। এদিকে এর আগে , ২০২০ সালের অগাস্টে সোনার দাম ৫৬ হাজারের ঘর ছাড়িয়ে যায়। তারপর থেকেই সেভাবে সোনার দামের উর্ধ্বগতি দেখা যায়নি।
রুপোর দাম
এদিন এক কেজি রুপোতে দাম দাঁড়িয়েছে ৬৫,১৩৯ টাকা। এর আগে গত সেশনে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৪,৯৭২ টাকায়।
কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে সোনার দাম ৪৪,২৭০ টাকা হয়েছে কলকাতায়। অন্যদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম কল্লোলিনী তিলোত্তমায় দাঁড়িয়েছে ৪৬,৮৭০ টাকা।
অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৪,০২০ টাকা। ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৫,০২০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৪০৬০ টাকা, ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮০৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৪,০২০ টাকা, ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৪৫,০২০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)