রাতের অন্ধকারে টাকা বিলি হচ্ছে, ধরিয়ে দিতে পারলে চাকরি-পুরস্কার, ওন্দার সভা থেকে ঘোষণা মমতার

রাতের অন্ধকারে গ্রামে গ্রামে টাকা বিলি হচ্ছে। মা বোনেরা সজাগ থাকুন। ধরিয়ে দিতে পারলেই চাকরি আর পুরস্কার। বাঁকুড়ার ওন্দার সভা থেকে প্রতিশ্রুতি দিলেন মমতা।এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বাইরের রাজ্য েথকে সরকারি স্টিকার লাগানো গাড়িতে করে টাকা আসছে রাজ্যে। সেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে বিজেপি। রাজ্যের সীমানা সিল করে দেওয়ার কথা বলেছেন মমতা। এমন কী নাকা তল্লাশি বাড়ানোর কথাও বলেিছলেন মমতা।

চাকরি ও পুরস্কারের প্রতিশ্রুতি

বাঁকুড়ার ওন্দার সভা থেকে বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন রাতের অন্ধকারে টাকা বিলি করছে বিজেপি। মা-বোনেরা নজর রাখুন। ধরিয়ে দিতে পারলে চাকরি আর পুরস্কার েদবে সরকার। ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। টাকা বিলি ধরতে পারলে মমতার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ঘিরে নতুন করে সুর চড়িয়েছে বিজেপি।

বিজেপি শাসিত রাজ্যের পুলিশের প্রতিবাদ

বঙ্গের ভোটে বিজেপি শাসিত রাজ্য থেকে পুলিশ আনার তীব্র প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিজেপি শাসিত রাজ্য থেকে পুলিশ এনে ভোট লুঠের চেষ্টা করছে বিজেপি। তাই এক মাস ভোট বাক্স পাহারা দেওয়ার কথা বলেছেন তিনি। যেভাবেই হোক ভোট বাক্স পাহারা দিতে হবে।

নাকা তল্লাশির দাবি

মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রচারে অভিযোগ করেছিলেন সীমানা গিয়ে সরকারি স্টিকার লাগানো গাড়ি নিয়ে রাজ্যে টাকা আনছে বিজেপি। সেই টাকা বিলি করে ভোট কেনার ছক কষেছে তারা। তাই সীমানা গুলোয় নাকা তল্লাশি বাডানোর কথা বলেছেন মমতা। কারা আসছে তার খোঁজ খবর রাখার জন্য সীমানাগুলি সিল করে দেওয়ার কথাও বলেছেন তিনি।

ভোট লুঠের চক্রান্ত

বিজেপি ভোট লুঠের চক্রান্ত করছে। সেকারণেই বাইরের রাজ্য থেকে পুলিশ নিয়ে আসা হচ্ছে। এই নিয়ে ভোটারদের সচেতন থাকার বার্তা দিয়েছেন তিনি। ভোট দিতে গেলে কেউ যদি খাবার দেয় সেটা না খাওয়ার পরামর্শ দিয়েছেন িতনি। খাবারের মধ্যে ওষুধ মিশিয়ে তাঁদের ভোট লুঠ করে নিয়ে যেতে পারে বিজেপি। এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রচারের কাজ শুরু হতেই বড় ভাঙন তৃণমূলে, মুকুল রায়ের হাত ধরে শ'য়ে শ'য়ে নেতাকর্মী বিজেপিতে

বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রচার, সাথে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More MAMATA BANERJEE News