পেট্রোল, ডিজেলের দামে শুল্ক থেকে ২০২০-২১ অর্থবর্ষে কেন্দ্রের ঘরে কত টাকা এসেছে, প্রকাশ্যে তথ্য়

পেট্রল, ডিজেলের মতো জ্বালানির দাম নিয়ে রীতিমতো উদ্বেগে গোটা দেশ। ক্রমেই তার থেকে আদায়কৃত কত টাকার কর সরকারের ঘরে গিয়েছে তা নিয়ে কৌতূহল উঠে আসছে। এদিকে, ঘটনা ঘিরে নয়া তথ্য প্রকাশ্যে আসার আগে দেখে নেওয়া যাক দেশে আজ পেট্রোল ডিজেলের দাম কোথায় গিয়ে ঠেকল।

পেট্রোল, ডিজেলের দাম কলকাতায় কত আজ?

আজ কলকাতায় পেট্রোলের দাম ১ লিটারে দাঁড়িয়েছে ৯১.৩৫ টাকা। ডিজেলের দাম কলকাতায় দাঁড়িয়েছে ৮৪.৩৫ টাকা। এদিকে, শ্রী গঙ্গানগরে পেট্রোলের দাম আজ ১০১.৮৪ টাকা। ডিজেলের দাম ৯৩.৭৭ টাকা হয়েছে।

দিল্লি ও মুম্বইয়ে পেট্রোলের দাম

প্রসঙ্গত, দিল্লিতে পেট্রোলের দাম এদিন ৯১.১৭ টাকা হয়েছে। ডিজেলের দাম হয়েছে ৮১.৪৭ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম ৯৭.৫৭ টাকা হয়েছে। ডিজেলের দাম হয়েছে ৮৮.৬০ টাকা।

বিগত ৬ বছরে কী ঘটেছে?

বিগত ৬ বছরে দেশে পেট্রোলের দাম থেকে কেন্দ্রীয় সরকার ৩০০ শতাংশ কর আদায় করেছে। একথা সোমবার লোকসভায় জানিয়েছে কেন্দ্র। জানানো হয়েছে। ২০১৪-১৫ সাল থেকে ২৯,২৭৯ কোটি টাকা আয় করেছে কেন্দ্রীয় সরকার। আর তা এসেছে কেন্দ্রীয় শুল্কের মাধ্যমে।

২০২০-২১ আর্থিক বর্ষ ও জ্বালানি

জানা গিয়েছে , ২০২০ ও ২০২১ সালের আর্থিক বর্ষে প্রথম ১০ মাসে পেট্রোল ডিজেল থেকে সরকার ২.৯৪ লাখ কোটি টাকা আয় করেছে। লোকসভায় একথা জানিয়েছেন অনুরাগ ঠাকুর।

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

মোদীর কাঁথির সভাতেই কি বিজেপিতে, সাংসদ দিব্যোন্দু অধিকারী নিজেই জানালেন অবস্থান

More PETROL News