বাংলা পর এবার তামিলনাড়ুতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়িই দলের তরফে এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন। সঙ্গে ছিলেন বিজেপি নেতা ভি কে সিং। তবে চাকরির পাশাপাশি গোটা ইস্তেহারে কৃষি ব্যবস্থার মানোন্নয়নেও একঝাঁক নয়া প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। অন্যদিকে মৎসজীবীদের জন্য রয়েছে বাৎসরিক ৬ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি।
এছড়াও ক্ষমতা এলে আগামীতে গোটা রাজ্যে যুব সমাজের জন্য ৫০ লক্ষ নতুন সরকারি চাকরিরও প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছে পদ্ম ব্রিগেডকে। অন্যদিকে অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়াদের জন্য ফ্রিতে ট্যাবলেট দেওয়ারও অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।
এদিকে ইস্তেহার প্রকাশের পরেই বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়েছে মোদী ব্রিগেড। লোকসভা ভোটের মতোই ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে মানুষের মন পেতে চাইছে বিজেপি, অভিযোগ বিরোধীদের। তবে সেসবে বিশেষ কর্ণপাত করতে রাজি নয় গেরুয়া শিবির। তাদের দাবি আসন্ন নির্বাচনে মসনদে বসতে পারলেই গোটা রাজ্যে ১৮ থেকে ২৩ বছরের যুবতীদের জন্য ফ্রি-তে ড্রাইভিং লাইসেন্স দেবে সরকার।
এর পাশাপাশি অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী আগামীতে সরকারি ভাবে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বলেও অঙ্গীকার করা হয়েছে। সমস্ত ইলেকট্রনিক রেশন কার্ড হোল্ডাররাই এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। এমনকী প্রতি জেলায় হবে উচ্চ-মানের মাল্টি প্সেশালিটি হাসপাতালও। পাশাপাশি মানুষের রায় তাদের পক্ষে এলেই গোটা রাজ্যে দ্রুত প্রতিটি বাড়িতে বিনামূল্যে পানীয় জল পৌঁছে দেবে বিজেপি সরকার, প্রতিশ্রুতি এমনটাও।
প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে শাসক দল এআইএডিএমকের সঙ্গে জোট আছে গেরুয়া শিবির। আর সেই জোট সমীকরণ মেনেই আসন্ন নির্বাচনে তামিলনাড়ুর মোট ২৩৪টি আসনের মধ্যে ২০টিতে লড়তে চলেছে বিজেপি। তারমধ্যে ১৭ টি আসনের প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। এমনতাবস্থায় নির্বাচনী ইস্তেহার প্রকাশের পর বিজেপি তামিলনাড়ুর মানুষের জনমত আদৌও আদায় করতে পারে কিনা এখন সেটাই দেখার।