আইসিসি টি২০ ক্রমতালিকায় শেফালি রাজ, ম্লান রথী-মহারথীরা
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ হেরে গিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। দুই ম্যাচেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাট চালিয়ে ক্রিকেট প্রেমীদের মন জয় করেছেন ওপেনার শেফালি ভার্মা। সেই সঙ্গে আইসিসি ক্রমতালিকায় রাজত্ব শুরু করে দিলেন ১৭ বছরের মহিলা ব্যাটসম্যান। এ ব্যাপারে বিস্তারিত পরিসংখ্যানে দেখে নেওয়া যাক।

শেষ দুই ম্যাচে শেফালির পারফরম্যান্স
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে ৩১ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন শেফালি ভার্মা। ৬টি চার ও দুটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। তার আগের ম্যাচে ২২ বলে ২৩ রান করেছেন ১৭ বছরের ওপেনার। দুটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।

শীর্ষে শেফালি
আইসিসি-র সদ্য প্রকাশিত টি২০ ক্রমতালিকায় কম্পন ধরিয়ে দিয়েছেন শেফালি ভার্মা। ব্যাটসম্যানদের বিভাগে শীর্ষ স্থান দখল করেছেন ভারতীয় মহিলা দলের ডান হাতি ওপেনার।

ভারতীয়দের মধ্যে অন্যরা
আইসিসি-র সদ্য প্রকাশিত টি২০ ক্রমতালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের বাঁ-হাতি ওপেনার স্মৃতি মান্ধানা। তিনি সপ্তম স্থানে অবস্থান করছেন। তালিকার নবম স্থানে অবস্থান করছেন জেমেইমা রডরিগেজ।

বোলারদের ক্রমতালিকা
আইসিসি-র সদ্য প্রকাশিত টি২০ ক্রমতালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছেন দুই ভারতীয় মহিলা। সপ্তম স্থানে রয়েছেন দীপ্তি শর্মা। অষ্টম স্থানে অবস্থান করছেন রাধা যাদব। অল রাউন্ডারদের ক্রম তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন দীপ্তি।
অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার
২৫০ আসনে জিতবে তৃণমূল, কেশপুর হবে বিজেপির শেষপুর, পশ্চিম মেদিনীপুরে পা রেখেই হুঙ্কার অভিষেকের