এই কাজটি করলে সচিন-পন্টিংকে একলপ্তে ধরে ফেলতে পারবেন বিরাট, কী বলছে পরিসংখ্যান

আর কয়েক ঘণ্টার মধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। দিন-রাতের এই ম্যাচ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে অনুষ্ঠিত হবে। যেখানে ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে অন্তত একটা শতরান দেখতে চাইবেন ক্রিকেট প্রেমীরা। তা করতে পারলে একলপ্তে কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও রিকি পন্টিং-কে ধরে ফেলবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। কী বলছে সম্পূর্ণ পরিসংখ্যান, তা এক নজরে দেখে নেওয়া যাক।

বিরাটের থেকে শতরান চাইছে দেশ

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে বিরাট কোহলির ব্যাট থেকে শেষ বার শতরান এসেছিল। ইতিমধ্যে কেটে গিয়েছে ১৪ মাস। ভারত অধিনায়ক আর আন্তর্জাতিক ক্রিকেটে তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে আজকের ওয়ান ডে ম্যাচে বিরাটের থেকে বড় ইনিংস দেখতে চাইছেন ক্রিকেট প্রেমীরা।

সচিনকে ধরে ফেলবেন বিরাট

ইংল্যান্ডের বিরুদ্ধে আজকের ম্যাচে শতরান করতে পারলে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে ধরে ফেলবেন বিরাট কোহলি। ঘরের মাঠে ওয়ান ডে-তে ২০টি শতরান করেছেন মাস্টার ব্লাস্টার। একই প্রেক্ষাপটে ১৯টি শতরান রয়েছে বিরাটের। ফলে আর এক ধাপ এগোলেই সচিনকে ধরে ফেলবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

পন্টিং-কে ধরে ফেলবেন বিরাট

অধিনায়ক হিসেবে সর্বাধিক ওয়ান ডে শতরান সংগ্রাহকদের তালিকার শীর্ষে রয়েছেন রিকি পন্টিং। এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের শতরান সংখ্যা ২২। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে ওয়ান ডে ক্রিকেটে এখনও পর্যন্ত ২১টি শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। আজ শতরান করতে পারলে পন্টিং-কে টপকে যাবেন ভারত অধিনায়ক। অন্যদিকে অধিনায়ক হিসেবে ঘরের মাঠে ১০টি ওয়ান ডে শতরান রয়েছে রিকি পন্টিংয়ের। একই প্রেক্ষাপটে ৯টি শতরান করেছেন বিরাট কোহলি।

মোট আন্তর্জাতিক শতরান

মোট আন্তর্জাতিক শতরান সংগ্রাহকের তালিকার শীর্ষ রয়েছেন সচিন তেন্ডুলকর। ১০০টি শতরান রয়েছে তাঁর ঝুলিতে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের শতরান সংখ্যা ৭১। আজ শতরান করলে এই তালিকায় প্রাক্তন অজি অধিনায়ককে ধরে ফেলবেন বিরাট কোহলি (৭০টি শতরান)।

More INDIA VS ENGLAND 2021 News