বাংলায় এবার খেলা হবে
সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার প্রশান্ত কিশোর বলেছেন, খেলা হবের সোজা অর্থ হল এবার বাংলায় খেলা হবে। তিনি আরও বলেছেন, নির্বাচনী লড়াইয়ে বিজেপি সবসময় তার বিপক্ষ দলকে ভেঙে দিতে সিদ্ধহস্ত। এরসঙ্গেই জয়ের ভুল দাবি করে তারা। ফলে পরিবেশটাই বদলে যায়। তাই খেলা হবে স্লোগানটি এমনভাবে দেওয়া হয়েছে, যাতে তুমি যে কোনও কিছু করতে পারবে, কিন্তু সেটা অভিনয়ের মতোই লাগবে।
বাম-কংগ্রেসকে নিশানা
বাম-কংগ্রেসকে নিশানা করে প্রশান্ত কিশোর বলেছেন, বাংলা বিজেপির উত্থান বাম-কংগ্রেসের কারণে হয়েছিল। এই দুই দল বিরোধীদলের ভূমিকা নিতে ব্যর্থ হয়েছিল। যেই কারণে রাজ্যে বিজেপি বেড়েছে। পিকে বলেছেন, হিন্দু-মুসলিম ভাগ করে লড়াইয়ে নেমেছে এবং সরকার গঠনের স্বপ্ন দেখছে।
প্রধানমন্ত্রীর আসল পরিবর্তনকে কটাক্ষ
প্রশান্ত কিশোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসল পরিবর্তনের স্লোগানকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বলছেন, আসল পরিবর্তন হবে। কিন্তু কেন হবে, তা তিনি বলছেন না। তিনি বলেছেন, অসমের বিজেপির নেতারা বলেছেন, সেখানে সরকার বিনামূল্যে খাবার দেবে। কিন্তু গত পাঁচবছর অসমের বিজেপি সরকার কী করছিল, প্রশ্ন করেছেন তিনি। তাই বিজেপির প্রতিশ্রুতির কথা সাধারণ মানুষ জানে বলেও মন্তব্য করেছেন তিনি।
নির্বাচন কমিশনে গিয়েছে বিজেপি
এবারের নির্বাচনে খেলা হবে স্লোগানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর উৎপত্তি বাংলাদেশে হলেও, তৃণমূলের মতো করে লিখেছেন তাদের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তবে স্লোগান হিসেবে এবারের নির্বাচনে এইবঙ্গে প্রথম দেন অনুব্রত মণ্ডল। তবে এই স্লোগান নিয়ে অভিযোগ করে বিজেপি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে।