বিজেপির ইস্তেহারে কোন বার্তা?
বিজেপির ইস্তেহারে এবার অসমে একের পর এক চমক দিল গেরুয়া শিবির। ইস্তেহারে বিজেপি জানিয়েছে ক্ষমতায় ফের তাদের সরকার এলে তারা 'সঠিক এনআরসি' করবে। এনআরসি ও সঠিক এনআরসি প্রসঙ্গ তুলে ফের একবার অসমের ভোটে বিজেপি চমক দিতে চাইছে বলে মত বিশেষজ্ঞদের।
কোন প্রতিশ্রুতি বিজেপির?
অসমে মিশন ব্রহ্মপুত্র তৈরি করে বন্যা রোখার প্রতি বিজেপি সরকার ব্রতী থাকবে বলে জানানো হয়েছে। ১০ লাখ মানুষকে ৩০ হাজার টাকা দিয়ে অরুণোদয় প্রোগ্রামও বিজেপি সরকার ফের ক্ষমতায় আসলে হবে বলে জানানো হয়েছে।
শিক্ষা থেকে মানবাধিকার
নামঘরদের ২.৫ লাখ টাকার আর্থিক সাহায্য রয়েছে বিজেপির প্রতিশ্রুতি পর্বে। বিনা খরচে সরকারি প্রতিষ্ঠানে শিশুদের শিক্ষার মান বাড়ানোর কথা রয়েছে ইস্তেহারে। অষ্টম শ্রেণি পর্যন্ত মেয়েদের বাইসাইকেল দেওয়া হবে বলে জানানো হয়েছে ইস্তেহারে। মানুষের রাজনৈতিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে।
এনআরসি থেকে সিএএ নিয়ে বার্তা
যাতে আসল ভারতীয় নাগরিকরা ভারতে থাকতে পারেন, আর অনুপ্রবেশ যাতে বন্ধ হয়, তার দিকে চেয়ে 'কারেক্টেড এনআরসি' দেওয়া কথা জানিয়ে দিল বিজেপি। এছাড়াও জেপি নাড্ডা বলেছেন, 'সংসদ সিএএ পাশ করেছে। এটা লাগু হবে। আর এটা উদ্যমের সঙ্গে লাগু হবে।' এছাড়াও জানানো হয়েছে অসম অ্যাকর্ডও লাগু হবে।
বেকারদের চাকরি
বেকারদের চাকরি দেওয়ার কথা বলা হয়েছে এদিন অসমের ভোট যুদ্ধে লড়তে চলা বিজেপির তরফে। জানানো হয়েছে বিজেপি সরকার এলে ২ লাখ মানুষ সরকারী চাকরি পাবেন। তাঁদের মধ্যে ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে ১ লাখ মানুষ কর্মসংস্থান পাবেন। এছাড়াও ৮ লাখ চাকরি প্রাইভেট সেক্টরে হবে বলে জানানো হয়।