নয়াদিল্লি: করোনা সংক্রমণের বিরাম নেই। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হলেন আরও ৪০ হাজার ৭১৫ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৯৯ জনের। গত একদিনে সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা ২৯ হাজার ৭৮৫ জন।
বেশ কিছুদিন আগেও প্রতিদিন যে হারে আক্রান্ত হচ্ছিল, তার চেয়ে বেশি সংখ্যায় সুস্থ হচ্ছিল মানুষ। কিন্তু এখন অনেক বেশি আক্রান্ত হওয়ায় দেশের মোট করোনা সংক্রমণেও প্রভাব পড়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লক্ষ ৮৬ হাজার ৭৯৬ এ। এরমধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১১ লক্ষ ৮১ হাজার ২৫৩ জন। দেশে এই মুহুর্তে অ্যাক্টিভ করোনা কেস রয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার ৩৭৭ টি।
আরও খবর পড়ুন – কলোরাডো সুপার মার্কেটে বন্দুকবাজের হামলা, গুলিবৃষ্টি
করোনার জেরে এখন অবধি দেশে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ১৬৬ জনের। এরমধ্যে শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৯৯ জনের।
দেশে প্রতিদিন করোনার গতি ক্রমেই বাড়ছে। বলা যেতে পারে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্র এ তালিকায় প্রথম নাম। একই সঙ্গে শোচনীয় অবস্থার দিকে এগোচ্ছে দেশের আরও ৫ টি রাজ্য।
উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে ছোট ছোট করে বেশ কিছু জায়গায় পকেট লকডাউন করে ফেলেছে মহারাষ্ট্র সরকার। মুম্বইতে কোনও সামাজিক, ধর্মীয় বা রাজনৈতিক সমাবেশ করা যাবে না বলে নিয়ম জারি করা হয়েছে। একাধিক জেলায় আরোপিত হয়েছে লকডাউন।
আরও খবর পড়ুন – BREAKING: বিজেপির প্রার্থী তালিকায় মতুয়া প্রতিনিধি
অন্যদিকে দেশে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড (Covishield) টিকা নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।এতদিন টিকার প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ মিলত ২৮ দিনের ব্যবধানে। কিন্তু এবার সেই নিয়মে বদল আনতে চলেছে সরকার। কোভিশিল্ড করোনা টিকার দ্বিতীয় ডোজ এবার থেকে দেওয়া হবে ছয় থেকে আট সপ্তাহের ব্যবধানে। তবে তার বেশি যেন দেরি না হয়, তা মনে রাখতে বলেছে কেন্দ্র।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.