দার্জিলিং-গাঁইঘাটার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, চৌরঙ্গী-সহ একাধিক কেন্দ্রের প্রার্থী বদলে চমক

আরও ১৩ জন প্রার্থীর (candidate) নাম ঘোষণা করল বিজেপি (bjp)। এদিন সকালে এক বিজ্ঞপ্তিতে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার এই ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় যেমন দার্জিলিং-এর প্রার্থী তালিকা রয়েছে, অন্যদিকে আলিপুরদুয়ার, চৌরঙ্গী-সহ বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা বদল করা হয়েছে।

পায়ে আঘাত নিয়ে 'নাটক' মমতার, মেদিনীপুরে গণআন্দোলন আর উন্নয়নে অধিকারীদের অবদান স্মরণ করালেন শিশির

পঞ্চম পর্যায়ের নির্বাচনে প্রার্থী তালিকা

এদিন বিজেপির প্রার্থী তালিকায় দার্জিলিং এবং কালিম্পং-এর তিন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেখানে দার্জিলিং-এর প্রার্থী হিসেবে বর্তমানে বিধায়ক থাকা নীরজ তামাং জিম্বোকে। এছাড়াও কালিম্পং এবং কার্শিয়াং থেকে প্রার্থী করা হয়েছে যথাক্রমে সুব্বা প্রধান এবং বিষ্ণুপ্রসাদ শর্মাকে (বিপি বাজগাই)।

গাঁইঘাটায় প্রার্থী সুব্রত ঠাকুর

ষষ্ঠদফায় ভোটের জন্য যে পাঁচজনের নাম এদিন ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল গাঁইঘাটা থেকে মতুয়া ঠাকুরবাড়ির প্রতিনিধি হিসেবে সুব্রত ঠাকুরের নাম। এছাড়া বাগদা থেকে প্রার্থী করা হয়েছে বর্তমানে বিধায়ক থাকা বিশ্বজির দাসকে। বনগাঁ উত্তর থেকে প্রার্থী অশোক কীর্তনিয়া। এছাড়াও করণদিঘি, ইটাহার থেকে প্রার্থী করা হয়েছে যথাক্রমে সুভাষ সিনহা এবং অমিতকুমার কুণ্ডুকে।

তালিকায় দুই বিশিষ্ট ব্যক্তি

আলিপুরদুয়ার থেকে বিজেপির প্রার্থী করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছের বলে পরিচিত বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে। কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে এই নাম নিয়ে প্রতিবাদ করা হয়েছিল। এবার সেই অশোক লাহিড়ীর কেন্দ্র বদল করে বালুরঘাট করা হয়েছে। এছাড়াও রাসবিহারী থেকে প্রার্থী করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেনল সুব্রত সাহাকে।

চৌরঙ্গী ও কাশীপুর-বেলগাছিয়ায় প্রার্থী বদল

বিজেপির প্রার্থী তালিকায় চৌরঙ্গী এবং কাশীপুর-বেলগাছিয়ায় প্রার্থী বদল করা হয়েছে। চৌরঙ্গীতে শিখা মিত্র এবং কাশীপুর- বেলগাছিয়া তৃণমূল নেতার নাম রাখা হয়েছিল। যা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়। এবার চৌরঙ্গী থেকে প্রার্থী তালিকায় নাম রয়েছে দেবব্রত মাঝি এবং কাশীপুর-বেলগাছিয়া থেকে শিবাজি সিনহা রায়ের। এছাড়াও এই তালিকা বহরমপুর থেকে প্রার্থী করা হয়েছে সুব্রত মৈত্রকে।

More BJP News