সোভিয়েতদেরও কমিউনিজমে মোহ ভঙ্গ হয়েছিল! বামদুর্গে পদ্ম ফোটানোর ছক অশোক লাহিড়ীর

হাল ফেরাতে ফিরুক লাল। বর্তমানে বামজোট নেতৃত্বাধীন সংযুক্ত মোর্চার স্লোগান এটাই। গত লোকসভা নির্বাচনের নিরিখে বাংলা দখলের লড়াইটা মূলত বিজেপি বনাম তৃণমূলের দেখালেও সেখানে বাম-কংগ্রেস-আইএসএফ-এর জোট যে যে কোনও দলের স্বপ্ন ভঙ্গ করতে সক্ষম, তা অজানা নয় কারোর। এই পরিস্থিতিতে বামদুর্গ হিসেবে পরিচিত বালুরঘাট থেকে বিজেপির টিকিট পেয়ে ভোট যুদ্ধে নামতে চলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী।

অশোক লাহিড়ীর আসন বদল

এদিন শেষ ১৩টি বিধানসভা কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করল বিজেপি৷ সেই সময়ই ঘোষণা করা হয় যে প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অশওক লাহিড়ীকে বালুরঘাট থেকে দাঁড় করাবে বিজেপি। উল্লেখ্য, এর আগে আলিপুরদুয়ার থেকে প্রার্থী করা হয়েছিল অশোক লাহিড়ীকে। কিন্তু সেখানে তাঁকে নিয়ে দলের কর্মী-সমর্থকদের প্রবল বিক্ষোভে দেখা দেওয়ায় আসন বদল করা হয়।

বাংলার মানুষ বোকা নয়

অতীতে অটলবিহারী বাজপেয়ী সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন অশোক লাহিড়ী। এহেন অশোক লাহিড়ী এদিন একপ্রকার দাবি করেন যে বামপন্থীদের ফেরার সম্ভাবনা খুবই কম। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এদিন অশোক লাহিড়ী বলেন, '৭০ বছর পর সোভিয়েতরাও কমিউনিজমের পথ ছেড়ে বেরিয়ে এসেছিল। চিনেও কমিউনিস্ট অর্থনৈতিক দিশাকে বদলেছে। বাংলার মানুষ অত বোকা নয়। তারাও বুঝবে।'

পরিস্থিথি বদল করতেই অশোক লাহিড়ীতে ভরসা বিজেপির

বাংলায় আধুনিক পরিকাঠামো, শিল্পায়ন, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলে দাবি জানাচ্ছে বিজেপি সরকার। আর এই রূপরেখা বাস্তবায়িত করতে বিজেপির ভরসা হতে চলেছেন অশোক লাহিড়ী। বাংলায় শিল্প কারখানা নেই বলেই কর্মসংস্থানের অভাব রয়েছে বলে মনে করা হয়। আর এই পরিস্থিথি বদল করতেই অশোক লাহিড়ীকে ভোটের ময়দানে নামানোর ছক কেষেছে বিজপি।

লালদুর্গে ফুটবে পদ্ম?

এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বামজোটের শরিক আরএসপির দুর্গ হিসেবে পরিচিত। ১৯৭৭ সাল থেকে মাত্র একবার এই আসনে হেরেছে আরএসপি। ২০১১ সালে এই আসন থেকে জিতেছিল তৃণমূল কংগ্রেস। তবে ২০১৬ এই আসনটি পুনরায় জিতে নিয়েছিল আরএসপি। যদিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনটি বিজেপি নিজেদের দখলে রেখেছিল। এহেন বামদুর্গে পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ যে কঠিন, তা মেনে নিয়েও আশাবাদী অশোকবাবু।

অভিনেত্রী শ্রীলেখা মিত্রর অদেখা ছবির গ্যালারি

Know all about
বিমান বসু

More RSP News