পুণে: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে স্কোর বোর্ডে বড় রান তুলেছে ভারত৷ কিন্তু ফিল্ডিং করতে নেমে দুই ক্রিকেটারের চোটে চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন শ্রেয়স আইয়ার৷ আর ব্যাটিং করার সময় কনুইয়ে চোট পাওয়ায় মাঠে নামতে পারেননি রোহিত শর্মা৷
মঙ্গলবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান৷ নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩১৭ রান তোলে ভারত৷ ক্রিজে বেশ কিছুক্ষণ কাটালেও বড় রান করতে পারেননি রোহিত৷ শিখর ধাওয়ানের সঙ্গে ইনিংস শুরু করে ৬৭ রান যোগ করেন তিনি৷ ব্যক্তিগত ২৮ রানে আউট হন ডানহাতি ওপেনার৷ কিন্তু ব্যাটিং করার সময় কনুইয়ে চোট পাওয়ায় ফিল্ডিং করতে মাঠে নামতে পারেননি হিটম্যান৷
ভারতের দ্বিতীয় চোটের শিকার শ্রেয়স৷ ইংল্যান্ড ইনিংসের অষ্টম ওভারে ফিল্ডিং করতে কাঁধে গুরুতর চোট পান ভারতীয় এই তরুণ৷ শার্দুল ঠাকুরের বলে বাউন্ডারি বাঁচাতে গিয়ে ড্রাইভ মারেন শ্রেয়স৷ তাতেই বাঁ-কাঁধে চোট পান৷ সঙ্গে সঙ্গে মাঠে নামেন ভারতীয় দলের ফিজিও৷ দ্রুত মাঠ ছাড়েন শ্রেয়স৷ তাঁর জায়গায় ফিল্ডিং করতে নামে শুভমন গিল৷ পরে শ্রেয়সকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়৷ পরে জানা যায় শ্রেয়সের কাঁধের হাড় সরে গিয়েছে৷ এমনটা হলে, সিরিজের বাকি দু’টি ম্যাচ তো বটেই, আইপিএলের শুরুর দিকে শ্রেয়সের খেলা নিয়ে সংশয় রয়েছে৷ যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে এখনও কিছু জানানো হয়নি৷
তবে তিন ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে বিরাটবাহিনী৷ অভিষেকেই নজর কাড়েন টিম ইন্ডিয়ার দুই তরুণ ক্রুনাল পান্ডিয়া ও প্রসিদ্ধ কৃষ্ণা৷ প্রথমে ব্যাট হাতে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন ক্রুনাল৷ পরে বল হাতে চার উইকেট নিয়ে রেকর্ড গড়েন কৃষ্ণা৷ প্রথম ভারতীয় বোলার হিসেবে ওয়ান ডে অভিষেকে চার উইকেট নেন কেকেআর পেসার৷
৩১৮ রান তাড়া করে পুরো পঞ্চাশ ওভার খেলতে পারেনি ইংল্যান্ড৷ ৪৩ ওভারের প্রথম ডেলিভারিতেই ইংল্যান্ড ইনিংসের ইতি টানেন অভিষেককারী ডানহাতি পেসার কৃষ্ণা৷ আইপিএলে নাইট রাইডার্স ও ঘরোয়া ক্রিকেট কর্নাটকের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের ফলে ভারতীয় ওয়ান ডে দলের ক্যাপ হাতে পান তিনি৷ প্রথম ম্যাচেই ৮.১ ওভারে একটি মেডেন-সহ ৫৪ রান খরচ করে চার উইকেট তুলে নেন কৃষ্ণা৷ ৬ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর৷ ৯ ওভারে মাত্র ৩০ রান দিয়ে দু’টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.