অমিত শাহের সভা শুরুর আগেই তাল কাটল 'কন্যাশ্রী'র গানে! খবরে গোসাবার কিষাণ মান্ডির মাঠ

বেলা ১২ টায় আজ অমিত শাহের সভা রয়েছে গোসাবায়। তারপর তিনি চলে যাবেন মেদিনীপুর শহরে। সেখানে দুপুর ৩ টে নাগাদ রয়েছে তাঁর রোড শো। এদিকে বিজেপির চাণক্য তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভার আগে রীতিমতো পারদ চড়েছে গোসাবায়।

গোসাবার মাঠে কী ঘটল?

গোসাবায় অমিত শাহর সভাস্থলে সকাল থেকেই তুঙ্গে প্রচার প্রস্তুতি। এক বেসরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,সেখানে সকাল থেকেই বাজছে বিভিন্ন প্রচারধর্মী গান। এদিকে এমন এক পরিস্থিতিতে তাল কাটল একটি গান। যার পর থেকেই নজর কাড়ছে গোসাবা।

গোসাবার মাঠে কোন গান?

গোসাবার কিষাণ মান্ডির মাঠে, অমিত শাহর সভাস্থলে আচমকাই তৃণমূলের 'কন্যাশ্রী'র প্রচার ধর্মী গান শুরু হয়ে যায়। ঘটনার পর থেকেই তুমুল শোরগোল পড়ে যায়। বিজেপির গেরুয়া মঞ্চের কাছ থেকে 'বোনটা আমার খেলা হবে' গান শুরু হতেই অনেকেই অবাক হন।

পরবর্তীকালে কী পরিস্থিতি?

এরপরই গোসাবার মাঠে তড়িঘড়ি ভুল বুঝতে পেরে বিজেপি নেতারা সঙ্গে সঙ্গে তা শোধরানোর চেষ্টা করেন। মুহূর্তে বন্ধ করা হয় গান। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, সাইন্ড বক্স পরীক্ষার সময় এমন একটি ঘটনা ঘটে গিয়েছে। বিজেপি যদিও ঘটনাকে খুব একটা আমল দিতে নারাজ।

অমিতের সফরসূচি

২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট। সেদিকে নজর রেখে আজ ২৪ পরগনায় ভোটের পারদ চড়াতে শুরু করবেন অমিত শাহ। তিনি গোসাবা থেকে প্রচার সেরে মধ্যাহ্নভোজের পর পশ্চিম মেদিনীপুরে যাবেন। সেখানে কেরানি তলা থেকে বটতলা পর্যন্ত রয়েছে তাঁর রোড শো।

Know all about
অমিত শাহ

More AMIT SHAH News