১৩ মাস পর পুনর্মিলন, ফের বিরাট-রোহিত ডুয়েলের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

ওয়ান ডে ফর্ম্যাটে শেষবার একসঙ্গে মাঠে নেমেছিলেন ১৩ মাস আগে। ইতিমধ্যে একসঙ্গে আইপিএল এবং ভারতের জার্সিতে টি২০ খেললেও ৫০ ওভারের ফর্ম্যাটে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দীর্ঘদিন একসঙ্গে মাঠে নামতে দেখা যায়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে আজকের একদিনের ম্যাচে সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

শেষ কবে দেখা

২০২০ সালের জানুয়ারিতে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। ওই সিরিজেই এই ফর্ম্যাটে ভারতীয় দলের জার্সি গায়ে শেষবার বাইশ গজে নেমেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এরপর থেকে ১৩ মাস তাঁদের এই ফর্ম্যাটে একসঙ্গে খেলতে দেখা যায়নি।

নিউজিল্যান্ড সফরে রোহিতের চোট

২০২০ সালের ফেব্রুয়ারিতেই নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সফরে ভারতের জার্সিতে টি২০ ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন রোহিত শর্মা। ফলে তাঁকে জাতীয় দল থেকে বিশ্রাম নিতে হয়েছিল। যদিও ওই ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল ভারতকে।

করোনা ভাইরাসের তাড়া

ইতিমধ্যে দেশে করোনা ভাইরাসের প্রভাব বৃদ্ধি পায়। ২০২০ সালের মার্চ থেকে ভারতে লকডাউন ঘোষণা করে সরকার। ক্রীড়া সহ সব ধরনের পরিষেবা এবং স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে যায়। দেশে বন্ধ হয়ে যায় ক্রিকেটও। গত অক্টোবরে আইপিএলের হাত ধরে সেই জড়তা প্রাথমিকভাবে কাটে। সেই টুর্নামেন্টে অংশ নিলেও চোটের কারণে রোহিত শর্মাকে ফের রিহ্যাবিলেশনে পাঠানো হয়েছিল। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে টি২০ এবং ওয়ান ডে সিরিজ খেলতে পারেননি হিটম্যান।

জুটিতে লুটি

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁদের মধ্যে ৯৪ রানের পার্টনাারশিপ হয়েছিল। তেমনই পারফরম্যান্স আজকের ম্যাচেও দেখতে চান ক্রিকেট প্রেমীরা।

More INDIA VS ENGLAND 2021 News