মধ্যপ্রদেশে বাস–অটো মুখোমুখি সংঘর্ষ, নিহত ‌অঙ্গনওয়াড়ি মহিলা সহ ১৩ জন

মধ্যপ্রদেশে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে গোয়ালিয়ায়। সকাল সকাল এ ধরনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

মধ্যপ্রদেশে বাস–অটো মুখোমুখি সংঘর্ষ, নিহত ‌অঙ্গনওয়াড়ি মহিলা সহ ১৩ জন

গোয়ালিয়ার পুরানি চাওয়ানি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। মোরিনার দিকে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার মুখে পড়ে বলে জানা গিয়েছে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১০ জন যাত্রীর এবং আহতদের একাধিক ক্ষত নিয়ে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদের মধ্যে ১০ জন মহিলা ও অটোর চালকও রয়েছেন। গোয়ালিয়ার এসপি অমিত সংঘি জানিয়েছেন যে এই দুর্ঘটনাটি সকাল সাতটার সময় ঘটে, সেই সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার কাজ করে এমন মহিলারা কাজের পর বাড়ি ফিরছিলেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী এই ঘটনায় দুঃখপ্রকাশ করে মৃতদের প্রত্যেক পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রসঙ্গত, গত সপ্তাহে একটি ছোট ট্রাক উল্টে যায় মধ্যপ্রদেশের মান্ডলা জেলায়, এই ঘটনায় নিহত হন পাংচ জন এবং ৪৬ জন আহত হন। এই দুর্ঘটনাটি ঘটে পোটলা গ্রামের কাছে। এসপি যশপাল সিং পরিহার জানিয়েছিলেন যে বিয়ের অনুষ্ঠানের পর সকলে চাঁন্দেরা থেকে ফিরছিলেন দেব ডোংরি গ্রামে। মৃতদের মধ্যে ২ জন মহিলা ও তিনজন পুরুষ ছিল বলে জানা গিয়েছে।

বাংলার একুশের ভোট প্রশান্ত কিশোরের জন্য কোন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, ইতিহাস থেকে পরিসংখ্যান একনজরে

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

More MADHYA PRADESH News