'টেস্ট, ট্র্যাক, ট্রিট', করোনার দ্বিতীয় ঢেউ থেকে দেশকে বাঁচাতে কেন্দ্রের নয়া নির্দেশিকা

দেশকে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ থেকে রক্ষা করতে নয়া বিধি লাগু করল কেন্দ্র। এদিন কেন্দ্রের তরফে জারি করা নির্দেশিকায় রাজ্যগুলিকে বলা হয়, বেশি সংখ্যক পরীক্ষা করা হোক, ট্র্যাক করা হোক এবং সঠিক সময়ে রোগীদের চিকিৎসা করা হোক। তবে এখনই আন্তঃরাজ্য ভ্রমণের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করছে না কেন্দ্র।

পাঞ্জাব নিয়ে ছড়াচ্ছে আতঙ্ক

এদিকে গ্রামীণ পাঞ্জাবের অবস্থা বেশ চিন্তায় ফেলেছে সেখানকার প্রশাসন এবং কেন্দ্রকে৷ পাঞ্জাবের ৯টি জেলা, যেগুলি মূলত গ্রামভিত্তিক সেখানে করোনা আক্রান্তের সংখ্য়া যেমন দ্রুত হারে বাড়ছে তেমনই মৃতের সংখ্য়াও বেশি৷ গত এক সপ্তাহে মোট আক্রান্তের প্রায় ৪৭ শতাংশ মানুষের মৃত্য়ু হচ্ছে সেখানে৷

৪৫ বছর ও তার উর্ধ্বের সবাইকে করোনার ভ্যাকসিন

অন্যদিকে আগামী ১ এপ্রিল থেকে ৪৫ বছর ও তার উর্ধ্বের সবাইকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এনিয়ে বলেন, 'আমি ৪৫ বছর এবং তার বেশি বয়সীদের কাছে আবেদন করছি, আপনারা ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্ত করান৷' এই মুহূর্তে কো-মর্বিডিটি রয়েছে এমন ৪৫ বছর বা তাঁর বেশি বয়সের লোকজন করোনার টিকা নিতে পারেন৷

৪ কোটি ৮৫ লক্ষ মানুষ করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন

জাভড়েকর জানিয়েছেন, আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে করোনা ভাইরাস নিয়ে গঠিত টাস্ক ফোর্স এবং বিশেষজ্ঞদের সুপারিশ মতো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তিনি আরও জানিয়েছেন, দেশে প্রায় ৪ কোটি ৮৫ লক্ষ মানুষ করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন৷ সেই সঙ্গে প্রায় ৮০ লক্ষ মানুষের দ্বিতীয় ডোজও নেওয়া হয়ে গিয়েছে৷

যুবক-যুবতীদের ভ্যাকসিন দিতে চাইল পাঞ্জাব সরকার

আজ পাঞ্জাব সরকারের যুবক-যুবতীদের ভ্যাকসিন দিতে চাওয়ার আবেদন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়৷ সে নিয়ে তিনি বলেন, 'আমি কোনও স্বাস্থ্য বিশেষজ্ঞ নই এবং করোনার ব্রিটেনের স্ট্রেন নিয়ে আমার কোনও ধারণা নেই৷' প্রসঙ্গত, আজ পাঞ্জাব সরকারের তরফে কেন্দ্রের কাছে একটি আবেদন করেছে৷ আবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের যুবক-যুবতীদেরও যেন করোনার ভ্যাকসিন দেওয়া যায়, সেই ছাড়পত্র দেওয়া হোক৷ এই আবেদনের পিছনে অন্যতম কারণ, সে রাজ্যে করোনার নয়া সংক্রমণের ৮১ শতাংশই ব্রিটেনের স্ট্রেন৷

অভিনেত্রী শ্রীলেখা মিত্রর অদেখা ছবির গ্যালারি

Know all about
ধর্মেন্দ্র প্রধান

More CORONAVIRUS News