আজ পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে খেলছে ভারত। প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলেছে। এরই ফাঁকে ভারত অধিনায়ক বিরাট কোহলি একটি মাইলস্টোন পেরিয়ে গেলেন।
কেরিয়ারের ২৫২তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলছেন বিরাট। আজকের ম্যাচের পর তাঁর মোট রান ২৪৩ ইনিংসে ১২ হাজার ৯৬। গড় ৫৯.২৯, স্ট্রাইক রেট ৯৩.২৪। শতরান করেছেন ৪৩টি। আজ অর্ধশতরান করায় তাঁর মোট হাফ সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৬১। বিরাট এদিন ৬০ বল খেলে ৫৬ রান করেন। তারই ফাঁকে পেরিয়ে গেলেন দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন।
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের মোট রান ২২,৭৪৫। তার মধ্যে ১০,০০২ রান এসেছে দেশের মাটিতেই। আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের মোট রান ৩৪,৩৫৭। তার মধ্যে দেশের মাটিতে ১৪ হাজার ১৯২ রান করেছেন মাস্টার ব্লাস্টার। ফলে দেশের মাটিতে ১০ হাজার রান করার নিরিখে ভারতীয়দের মধ্যে সচিনের পরেই এখন রইলেন বিরাট। দেশের মাটিতে একদিনের আন্তর্জাতিকে সচিনের ২০টি শতরানের রেকর্ড ছুঁতে বিরাটের দরকার আর একটি শতরান।
বিশ্ব ক্রিকেটের কথা মাথায় রাখলেন দেশের মাটিতে ১০ হাজার বা তার বেশি রান সংগ্রহকারীদের তালিকায় বিরাট রয়েছেন ছয় নম্বরে। সচিনের পর রয়েছেন রিকি পন্টিং। তিন, চার ও পাঁচে রয়েছেন যথাক্রমে জ্যাক কালিস, কুমার সঙ্গকারা ও মাহেলা জয়বর্ধনে।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে মোট রানের নিরিখে শীর্ষে আছেন সচিন (৩৪৩৫৭)। তারপরই রয়েছেন কুমার সঙ্গকারা (২৮০১৬)। তিনে রয়েছেন রিকি পন্টিং (২৭৪৮৩)। চতুর্থ স্থানে মাহেলা জয়বর্ধনে (২৫৯৫৭)। জাক কালিসের আন্তর্জাতিক ক্রিকেটে মোট রান ২৫৫৩৪। বিরাটের ঠিক আগে ষষ্ঠ স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড় (২৪২০৮)। আজকের ম্যাচের পর সাতে থাকা বিরাট দাঁড়িয়ে ২২৬৮৯ রানে।