ওয়ানপ্লাস তাদের নতুন একটি ফোন লঞ্চ করতে চলেছে বলে গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে ওয়ানপ্লাস লঞ্চ করতে পারে নর্ড১ ৫জি ফোনটি। ওয়ানপ্লাসের এই ফোনের নাম তাদের তরফে এখনো অফিশিয়ালি জানানো হয়নি। ওয়ানপ্লাস নর্ড এন১০ এর উত্তরসূরি হিসেবে এই ফোন বাজারে আসতে পারে বলে অনুমান।
বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে বাজারে আসতে পারে ওয়ানপ্লাসের নর্ড এন১ ৫জি স্মার্ট ফোন। সম্প্রতি ওয়ানপ্লাসের নর্ড এন১ ৫জি এর কিছু বৈশিষ্ট উল্লেখ করা হয়েছে। মনে করা হচ্ছে ওয়ানপ্লাসের নর্ড এন১০ এর উত্তরসূরি হিসাবে বাজারে এই ফোন আনতে পারে ওয়ানপ্লাস। কোম্পনির তরফে এই ফোনের নাম না জানানো হলেও এই ফোনের কোড নাম “এবা” রাখা হয়েছে। ওয়ানপ্লাস নর্ড এন১ ৫জি ফোনের আকার ও চেহারা এন১০ এর মতো হলেও এই ফোনে পেছনে একটি ক্যামেরা কম রাখা হয়েছে।
ওয়ানপ্লাসের তরফে এই ফোন সম্পর্কে কিছু না জানালেও গুজবে শোনা যাচ্ছে এই ফোনে থাকছে স্ক্রিনের ওপরের বাম দিকে ফন্ট ক্যামেরার জন্য একটি জায়গা। এছারাও এই ফোনে থাকতে পারে সাইড মাউওন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তবে নর্ড এন১ ৫জি এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নর্ড এন১ এর রিয়ার মাউন্টেড এর থেকে আলাদা।
মনে করা হচ্ছে ওয়ানপ্লাস নর্ড এন১ ৫জি ফোনে থাকতে পারে ট্রিপিল রিয়ার ক্যামেরা সেটআপ। অন্যদিকে নর্ড এন১০ এ ছিলো কুয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। পাশাপাশি উভয় ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট এবং ৩.৫এমএম হেডফোন জ্যাক থাকবে একই রকমের বলেও গুজব উঠেছে।
টিপস্টার সুত্রে খবর ওয়ানপ্লাস নর্ড এন১ ৫জি ফোনে থাকবে নর্ড এন১০ মতো ৬.৪৯ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে, একটি চকচকে প্লাস্টিকের রিয়ার প্যানেল, মেটাল ফ্রেম, এবং তুলনামূলকভাবে পুরু বেজেল। টিপস্টারের দেওয়া তথ্য অনুযায়ী ফোনটি 162.9×74.7×8.4 মিমি পরিমাপ করার কথা শোনা যাচ্ছে।
ওয়ানপ্লাসের নর্ড এন১০ এর তুলনায় খানিকটা আপডেট করা হতে পারে ওয়ানপ্লাস নর্ড এন১ ৫জি ফোনটি। তবে ভারতের বাজারে এই ফোন কবে মিলবে তার কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.