সুরাপ্রেমীদের জন্য বড়সড় ‘সুখবর’ সরকারের, ২৫ নয় ২১ হলেই মিলবে মদ্যপানে ছাড়পত্র

সুরপ্রেমীদের জন্য বড়সড় সুখবর শোনাল দিল্লি সরকার। সোমবার বড় ঘোষণা করতে দেখা গেল দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। শীথিল করা হল মদ্যপানের সর্বনিম্ন বয়সের সীমা। সরকারি ঘোষণা অনুযায়ী ২৫ নয়, এবার থেকে ২১ বছর হলেই মদ্যপান করার বা মদ কেনার অনুমতি দেওয়া হবে। যদিও এখনও পর্যন্ত থাতা নিয়ম মোতাবেক ২৫ বছর বয়স না হলে মদ্যপান করা যেত না দিল্লিতে। এবার সেই নিয়মই উঠে যাচ্ছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে দিল্লিতে আর সরকারি কোনও মদ বিক্রির দোকান থাকবে না বলেও জানিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। পাশাপাশি মদ ব্যবসায় মাফিয়া দৌরাত্ম্য কমাতে বেশ কিছু মদের দোকানকে অন্যত্র স্থানান্তরিত করা হবে বলেও এদিন জানান তিনি। পাশাপাশি রাজধানীতে সরকারের তরফে আগামীতে নতুন কোনও মদের দোকান খোলা হবে না বলেও এদিন জানান তিনি।এদিকে দিল্লির ৫৮ শতাংশ এলাকায় মদের জোগান হয় নেই। অনেক জায়গায় আবার দোকান থেকেই থাকলেও তা চাহিদার তুলনায় কম।

আর ঠিক এই কারণেই মদ মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে বলে জানান মণীশ সিসোদিয়া। জোগান কম থাকার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীদের হাত ধরে চলছে দেদার কালোবাজারি। সূত্রের খবর, দিল্লিতে বর্তমানে ৮৫০ রাজ্য অনুমোদিত মদের দোকান রয়েছে। কিন্তু প্রায় ২০০০ বেআইনি দোকান চালায় মাফিয়ারা। এবার সেই রাস্তাতেই রাশ টানতে চাইছে দিল্লির আপ সরকার। এদিকে এর আগে যখন কেজরিওয়াল সরকার দিল্লিতে মদ্যপানের সর্বনিম্ন বয়স ২৫ করে তখনও তুমুল বিতর্ক হয় গোটা রাজ্যে।

More DELHI News