আমরা যদি বিনা পয়সায় চাল দিই, তাহলে গ্যাসও বিনা পয়সায় দিতে হবে: মমতা

আজকে গ্যাসের দাম ৯০০ টাকা। নরেন্দ্র মোদী সব খেয়ে নিয়েছে। ভোটের আগে ১০০ টাকা কমিয়ে দেবে, তারপর ভোট হলে আরও ৫০০ টাকা বাড়িয়ে দেবে: মমতা

ত্রিপুরা, অসমের ইস্তাহার নিয়ে আসুন বিজেপি-র। সেখানে সবাইকে স্থায়ী কর্মী করবে বলেছিল। কিছুই হয়নি। ইস্তেহারে বলবে, করবে না, মিথ্যে কথা বলে বেড়াচ্ছে: মমতা

আমি ব্রাক্ষণ ঘরের মেয়ের কিন্তু আমার পাশে ঘুমোয় একটি বাউরি ঘরের মেয়ে: মমতা

বাড়িতে মা-কে বলবেন রুটি-তরকারি করে দিতে৷ ভাত ডাল খান৷কিন্তু বিজেপির হাতের খাবার খাবেন না৷ঘুমের ওষুধ মিশিয়ে দিতে পারে: মমতা

ইভিএম পাহারা দিন: মমতা

এটা সাধারণ মানুষের টাকা। বিজেপি-কে বলবেন, কোটি কোটি টাকা চুরি করেছিস। টাকা দিয়ে ভোট দেবেন না। ভোটের একমাস বাদে পগার পার, তারপর আর পাত্তা পাওয়া যাবে না: মমতা

আগের বার পুরুলিয়ার সাংসদ জিতে পালিয়ে গেল। ঝাড়গ্রামের প্রার্থী বলছে, আগের দিন আসিস, ভোটের খরচ দিয়ে দেব। নির্বাচনের আগে টাকা দিয়ে বলবে, বিজেপি-কে ভোট দে: মমতা

৫০ শতাংশ বেকারত্ব কমিয়েছি: মমতা

দারিদ্রতা আমরা ৩৫ শতাংশে নামিয়ে এনেছি: মমতা

আরও মেডিক্যাল কলেজ তৈরি হবে: মমতা

শিক্ষার জন্য ক্রেডিট কার্ড, জামিন ছাড়াই: মমতা

আমরা ১০০ দিনের কাজকে বাড়াব: মমতা

আরও প্যারাটিচার নেব: মমতা

আমাদের সরকার এলে ক্ষেতমজুর ও প্রান্তিক কৃষকরা ১০ হাজার টাকা করে পাবে: মমতা

মেয়েদের শিক্ষার জন্য টাকা দেয়নি বিজেপি: মমতা

বিজেপি এসে বিরসা মুন্ডার মূর্তি বলে অন্যের মূর্তিতে মালা দিয়ে চলে যায় বিজেপি।

বিজেপি দানবের দল, দস্যুদের দল৷ ভয় পেয়ে আমাকে মেরেছে: মমতা

পুরুলিয়া আর এক বছরের মধ্যে ৮ লক্ষ মানুষ জল পাবে। জল প্রকল্প হয়ে গেলে পুরুলিয়ার ৫০ শতাংশ মানুষের কাছে জল পৌঁছে দেওয়া হবে। জল স্বপ্ন প্রকল্প করছে রাজ্য সরকার। ৫৮ হাজার কোটি টাকা খরচ করে প্রকল্প: মমতা

তিনটি পানীয় জল প্রকল্প তৈরি হয়েছে। এই জেলায় আগে ১৯ শতাংশ লোক জল পেতেন: মমতা

লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। রঘুনাথপুর শিল্প শহর তৈরি হচ্ছে: মমতা

২৫ হাজার একর জমির উপরে শিল্পনগরী তৈরি হচ্ছে, বিনিয়োগ হচ্ছে ৭২ হাজার কোটি টাকা: মমতা

এলাকার কাঠামো পাল্টে গিয়েছে। যোগাযোগ ব্যবস্থায় উন্নতি হয়েছে। অনেক রাস্তা তৈরি হয়েছে: মমতা

গত ১০ বছরে এই অঞ্চলে এসেছে উন্নয়নের জোয়ার: মমতা

পারায় বক্তব্য রাখছেন মমতা

আজ, মঙ্গলবার পুরুলিয়ায় তিনটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার করবেন তিনি।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।