পুনে: সদ্য-সমাপ্ত টি২০ সিরিজে রদবদল হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে মঙ্গলবার থেকে শুরু হতে চলা ওডিআই সিরিজে ওপেনিং স্লটে রদবদলের সম্ভাবনা নেই ভারতীয় শিবিরে। শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা গত কয়েক বছরে ৫০ ওভার ফর্ম্যাটে সুনামের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করেছেন। তাই ওডিআই সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেন করবেন রোহিত-শিখর জুটিই। সিরিজ শুরুর আগেরদিন এব্যাপারে স্পষ্ট ধারণা দিয়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
ম্যাচের আগেরদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে কোহলি জানিয়েছেন, ‘নিঃসন্দেহে শিখর ধাওয়ান এবং রোহিত শর্মাই ওপেন করবে ওয়ান-ডে সিরিজে। ওডিআই’য়ের প্রসঙ্গ আসলে এব্যাপারে কোনও দ্বিমত থাকারই কথা নয়। বিগত কয়েকবছরে ওপেনিং জুটি হিসেবে ওরা অসাধারণ।’
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচম্যাচের টি২০ সিরিজে ৪টে ভিন্ন ওপেনিং কম্বিনেশন ব্যবহার করেছে টিম ইন্ডিয়া। প্রথম দু’টি ম্যাচে রোহিত শর্মা থাকায় প্রথম ম্যাচে কেএল রাহুলের সঙ্গে ওপেন করেছিলেন ধাওয়ান। দ্বিতীয় ম্যাচে ধাওয়ানকে বসিয়ে অভিষেককারী ইশান কিষাণকে নামিয়ে দেওয়া হয় রাহুলের সঙ্গে ওপেনে। তৃতীয় এবং চতুর্থ ম্যাচে রোহিত ফিরে আসায় রাহুলের সঙ্গে ওপেন করেন হিটম্যান। কিন্তু রাহুলের চূড়ান্ত অফ ফর্মের কারণে পঞ্চম ম্যাচে বিশ্রাম দেওয়া হয় দক্ষিণী ওপেনারকে। ডেপুটি রোহিতের সঙ্গে ওপেনে নামেন অধিনায়ক কোহলি স্বয়ং।
আর ওপেনে নেমে ৫২ বলে অপরাজিত ৮০ রান করে দলের বাকি অপেনারদের রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কোহলি। ওপেনার কোহলিকে দেখে আশ্বস্ত প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই চাইছেন আসন্ন টি২০ বিশ্বকাপে রোহিতের সঙ্গে কোহলিই ওপেন করুক। তবে ভবিষ্যতেও টি২০-তে রোহিতের সঙ্গে তাঁকে ওপেন করতে দেখা যাবে কীনা, সে বিষয়ে কোনও নিশ্চয়তা প্রদান করেননি কোহলি। কিন্তু সাড়া জাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা সূর্যকুমারের জন্য তিনি ব্যাটিং অর্ডারে প্রয়োজনে উপরে উঠে আসবেন, এমনই একটা আভাস দিয়েছেন ভারত অধিনায়ক।
এদিকে টেস্ট ও টি-২০ সিরিজে ইংল্যান্ডকে হারানোর পর ওয়ান ডে সিরিজে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির৷ ঠাসা ক্রীড়সূচি প্রসঙ্গে সোমবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বলেন, ‘এটা কঠিন৷ কিন্তু সূচি নিয়ে আমাদের হাতে কিছু নেই৷ প্রতিটি আন্তর্জাতিক ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ৷ প্রতিটি ম্যাচেরই মূল্য রয়েছে৷ দলের প্রতিনিধিত্ব করা আমাদের কাছে দারুণ সুযোগ৷ আমি আগেও বলেছি, ক্রীড়াসূচি ও ওয়ার্কলোড নিয়ে আমাদের কিছু বলার নেই৷’
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.