রাজ্যের তাপমাত্রা ছুঁল ৩৯ ডিগ্রি, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

এদিন কোনও কোনও জায়গার তাপমাত্রা (temperature) আরও বেড়েছে। বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে দার্জিলিংকে বাদ দিলে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গরমের দাপট বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে।

বৃষ্টির পূর্বাভাস

পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ এবং উপকূল কর্নাটক, দুই জায়গায় দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে আগামী তিনদিন মধ্যভারত, পশ্চিমভারত এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশে বৃষ্টি হতে পারে। এইসব জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। তবে আগামী ৫ দিনে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় শুধুমাত্র দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন, দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গেও, কোথাও কোনও রকমের বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি আগামী ৫ দিন, দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের জন্যও কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় তাপমাত্রা বেড়েছে। এদিন বাঁকুড়ার তাপমাত্রা ছিল রাজ্যের মধ্যে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২১.৮ (২১.৮)

বালুরঘাট ১৬.৮ (১৭.৮ )

বাঁকুড়া ২২.৬ (২২.৮)

ব্যারাকপুর ২২.৯ (২২)

বহরমপুর ১৮.৪ (১৯.৬)

বর্ধমান ২৫.৪ (২৪.৮)

ক্যানিং ২৫ (২৩)

কোচবিহার ১৮.২ (১৮.৪)

দার্জিলিং ১১.৪ (৯.৬)

দিঘা ২৪.৫ (২৪.৭)

কলকাতা ২৫.৬ (২৫.৩)

মালদহ ২৩.৬ (২৩.৯)

পানাগড় ২১ (২০.৮)

পুরুলিয়া ২০.৫ (২১.১)

শিলিগুড়ি ১৭.৭ (১৭.৮)

শ্রীনিকেতন ২১.৫ (২১)

5 সাত দিনেই কাটল 'মায়া', বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন বিদায়ী কাউন্সিলর

More WEATHER News