নয়াদিল্লি: মেয়েদের পাশাপাশি ১০ মিটার এয়ার পিস্তলে রবিবার দলগত ইভেন্টে সোনা জিতেছিল ছেলেরাও। আর সোমবার চলতি শুটিং বিশ্বকাপের স্কিট ইভেন্টে মেয়েরা অল্পের জন্য সোনা হাতছাড়া করলেও সোনা জিতলেন ছেলেরা। গোল্ড মেডেল ম্যাচে কাতারকে ৬-২ হারিয়ে সোমবার শুটিং বিশ্বকাপে স্বর্নপদক গলায় ঝোলালেন মাইরাজ খান, অঙ্গদ বাজওয়া এবং গুরজোৎ খাঙ্গুরা সমৃদ্ধ স্কিট টিম। আরও এই সোনা জয়ের ফলে চলতি বিশ্বকাপে ষষ্ঠ সোনা জিতে ভারতের মেডেল ট্যালি পৌঁছে গেল ১৪-য়।

ছেলেদের সোনা জয়ের আগে এদিন মেয়েদের স্কিট ইভেন্টে গোল্ড মেডেল ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হয়েছিল মেয়েরা। কিন্তু সেখানে ৪-৬ ব্যবধানে হেরে সোনা হাতছাড়া হয় পর্নিনাজ ধালিওয়াল, কার্তিকি শাখতাওয়াত এবং গনেমত সেখনকে নিয়ে তৈরি মহিলা স্কিট টিমের। পুরুষ স্কিট টিমের সোনা জয় সোমবার দিনের তৃতীয় সোনা ভারতের জন্য। এর আগে ১০মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে দেশকে সোনা এনে দেন এলাভেনিল বালারিভান এবং দিব্যাংশ সিং।

বিশ্বের পয়লা নম্বর হাঙ্গেরির ইস্তভান পেনি এবং এসজতার ডেনেস জুটিকে পিছনে ফেলে স্বর্নপদক ছিনিয়ে নেন ভারতীয় জুটি। হাঙ্গেরির প্রতিপক্ষকে ১৬-১০ পরাস্ত করে সোনা জিতে নেন এলাভেনিল-দিব্যাংশ। ১০ মিটার এয়ার রাইফেলের পর ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টেও সোনা আসে ভারতের ঘরে। মানু ভাকের এবং সৌরভ চৌধুরির মিক্সড টিম সোনা জয়ের পথে পিছনে ফেলে দেন ফাইনালের প্রতিপক্ষ ইরানিয়ান জুটিকে। ১৬-১২ ব্যবধানে জিতে ফাইনালে সোনা জিতে নেন মনু-সৌরভ জুটি। ওই একই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন যশস্বিনী সিং দেশোয়াল এবং অভিষেক বর্মা জুটি।

এর আগে রবিবার ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে সোনা এনে দিয়েছিল ছেলে-মেয়ে উভয়েই। সৌরভ চৌধুরি, শাহজার রিজভি, অভিষেক বর্মাকে নিয়ে তৈরি পুরুষ দল প্রতিপক্ষ ভিয়েতনামকে ১৭-১১ ব্যবধানে হারিয়ে সোনা এনে দিয়েছিলেন দেশকে। তার আগে পোলিশ প্রতিপক্ষকে হারিয়ে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা নিয়ে এসেছিল ভারতের মেয়েরা। যে দলে ছিলেন মনু ভাকের, যশস্বিনী সিং দেশোয়াল এবং নিবেথা পরমানন্থম। মহিলাদের ব্যক্তিগত স্কিট ইভেন্টে ব্রোঞ্জ জিতে রবিবার ইতিহাস গড়েছিলেন গনেমত সেখন। মাত্র ১৭ বছর বয়সে প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে স্কিট ইভেন্টে পদক জয়ের নজির গড়েন গনেমত।

১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে মনু ভাকেরদের সোনা জয়ের আগে রবিবার ছেলেদের এয়ার রাইফেল ইভেন্টে রুপো জেতেন ঐশ্বরী প্রতাপ সিং তোমার, দীপক কুমার এবং পঙ্কজ কুমার। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে সোনা হাতছাড়া হয় তাদের। তবে মহিলাদের এয়ার রাইফেল ইভেন্টে অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করে ভারতের মহিলা দল।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।