শুটিং বিশ্বকাপের ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে ভারতের সোনা

শুটিং বিশ্বকাপে ভারতের জয়জয়কার অব্যাহত। দেশের মাটিতে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছেন ভারতীয় শুটাররা। ইভেন্টের চতুর্থ দিনে ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্ট থেকে সোনা হাসিল করল ভারতীয় দল। দিব্যাংশ সিং পানওয়ার এবং এলাভেনিল ভালারিভান জুটির রাইফেলে এই সাফল্য ধরা দিয়েছে। তাতে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল।

সোমবার দিল্লির দিল্লির ডক্টর কার্নি সিং শুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল দিব্যাংশ সিং পানওয়ার এবং এলাভেনিল ভালারিভান জুটি। তাদের মোট পয়েন্ট ১৬। ক্রমতালিকার দ্বিতীয় স্থানে থাকা বিশ্বের এক নম্বর তথা হাঙ্গেরির ইস্তভান পেনি ও এস্টার ডেনেস জুটির পয়েন্ট ১০।

এর আগে আইএসএসএফ বিশ্বকাপের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতের যশস্বিনী দেসওয়াল। রূপো জিতেছেন ভারতেরই মানু ভাকের। দিল্লির ডক্টর কার্নি সিং শুটিং রেঞ্জে ইভেন্টের আট প্রতিযোগীর ফাইনালে ২৩৮.৮ শট নিয়ে শীর্ষ স্থান দখল করেন যশস্বিনী। দ্বিতীয় স্থানে থাকা মনু ভাকেরের ঝুলিতে থাকে ২৩৬.৭ শট। ২১৫.৯ শটের অধিকারি বেলারুশের ভিক্টোরিয়া চাইকা ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতেছেন।

করোনা ভাইরাসের আবহে নয়াদিল্লিতে চলতে থাকা শুটিং বিশ্বকাপে ভারতকে প্রথম পদক এনে দেন দিব্যাংশ পানওয়ার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন জয়পুরের শুটার। রবিবার ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে রুপো জেতে ভারত। ভারতের এই দলে ছিলেন দীপক কুমার, পঙ্কজ কুমার ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমর। ১০ মিটার এয়ার পিস্তলে মহিলাদের দলগত ইভেন্টে রূপো জেতেন ভারতীয় মহিলারা।

More SHOOTING News