পঞ্চায়েতে ভোট লুঠ করেছিলেন অর্জুন, স্বীকারোক্তিতে পাপস্ফলনের অভিপ্রায় একুশের প্রচারে

বিজেপি প্রার্থীর প্রচারে গিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন সাংসদ অর্জুন সিং। তিনি রাখঢাক না করেই বললেন পঞ্চায়েতে ভোট লুঠ করেছি। কেন ভোট লুঠ করেছিলেন তার সাফাই গেয়ে অর্জুন বলেন, এখন তিনি পাপমুক্ত। এবার আর ভোট লুঠ নয়, আপনারা ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করুন।

অর্জুন পাপমুক্ত বিজেপিতে এসে

আমডাঙার প্রার্থীর হয়ে দত্তপুকরে ভোট প্রচারে গিয়েছিলেন অর্জুন সিং। সেখানে গিয়ে তিনি বিস্ফোরক দাবি করেন। ভোটারদের সামনেই বলেই এখন আমি পাপমুক্ত বিজেপিতে এসে। তখনকার দল তৃণমূল বলেছিল বলে ভোট লুঠ করেছিলাম। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে আমরা ক্ষমা প্রার্থী।

বিজেপির হয়ে ভোট প্রচারে স্বীকারোক্তি

বিজেপি এর আগে বহুবার অভিযোগ করেছেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভোট লুঠ করেছে। এবার তৃণমূল থেকে আসা বিজেপির সাংসদ সাফ জানিয়ে দিলেন সেই কথা। এমনও জানালেন দলের নির্দেশে তিনি এইসব কাজ করেছেন। তবে বিজেপির হয়ে ভোট প্রচারে এসে তাঁর স্বীকারোক্তি মানুষ কতটা গ্রহণ করবেন সেটাই দেখার।

পুরনো পাপের কথা স্বীকার করলেন অর্জুন

বিজেপিতে যোগ দিলেই পুরনো পাপ ধুয়েমুছে সাফ হয়ে যাবে এই বিশ্বাস করেন তৃণমূলত্যাগী নেতারা। অর্জুন সিংও সেই বিশ্বাস নিয়ে পুরনো পাপের কথা স্বীকার করলেন। কিন্তু তাতে কতটা পাপস্খলন হবে, তা বলবে ভবিষ্যৎ। তবে অর্জুন সিং নিজের ফর্মেই আক্রমণ শানালেন স্থানীয় তৃণমূল প্রার্থী রফিকুর রহমানকে।

অর্জুন সিং এক হাত নেন জ্যোতিপ্রিয়কে

অর্জুন সিং এক হাত নেন জ্যোতিপ্রিয় মল্লিককেও। বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক নিজেও হারবেন। কেউ তাঁকে রক্ষা করতে পারবেন না এবার। যদিও জ্যোতিপ্রিয় মল্লিক তা উড়িয়ে দিয়ে জানান, তৃণমূল এবার ২২১টি আসন পাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বিজেপি বাংলায় ভোট লুঠ করতে অসৎ উপায় নেওয়ার চেষ্টা করবে। তাই সবাই সজাগ থাকবেন।

More ARJUN SINGH News