বাড়ছে সংক্রমণ
ফের উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬,৯৫১ জন। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্র সংক্রমণের শীর্ষে।শুধু মহারাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ৩০,০০০-রও বেশি মানুষ। ১০ রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ২১২ জন। দেেশ করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১, ৫৯, ৯৬৭।
জনতা কার্ফুর বর্ষপূর্তি
২২ মার্চ ২০১৯ সালে আজই প্রথম জনতা কার্ফু হয়েছিল গোটা দেশে। করোনা সংক্রমণ রোখার প্রথম পদক্ষেপ করেছিল ভারত। আবার ২০২১ সালের সেই ২২ মার্চই করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে। জনতা কর্ফুর বর্ষ পূর্তিতে সেই আগের অবস্থানের দিকেই এগোতে দেখা যাচ্ছে ভারতকে। হু হু করে বাড়ছে করোনা সংক্রণ। মহারাষ্ট্র সহ ৫ রাজ্যের করোনা সংক্রমণ উদ্বেগজনক জায়গায় চলে গিয়েছে।
সেকেন্ডে ওয়েভ
দেশের করোনা সংক্রমণের গ্রাফ যেদিকে এগোচ্ছে তাতে গবেষকরা জানিয়েছেন সেকেন্ড ওয়েভের দিকে এগোচ্ছে দেশ। আগামি ৩ মাস সবচেয়ে ঝুঁকি পূর্ণ বলে জানিয়েছেন গবেষকরা। পরিস্থিতি সামাল দিতে মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে ফের নাইড কার্ফু জারি হয়েছে। মহারাষ্ট্রে স্টেশনে-বাসস্ট্যান্ডে আরটিপিসিআর টেস্ট শুরু হয়েছে। সব রাজ্য গুলিকে করোনা পরীক্ষা বাড়াতে শুরু করার নির্দেশ িদয়েছে স্বাস্থ্যমন্ত্রক। শুধু মহারাষ্ট্রেই করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৯৯ জন।
বাংলাতেও বাড়ছে করোনা সংক্রমণ
বাংলাতেও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৩ জন। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেশি কলকাতায়। তার মধ্যে ভোট শুরু হওয়ায় সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।