বাংলায় করোনার দৈনিক সংক্রমণে বাড়ছে উদ্বেগ, সক্রিয়ের সংখ্যা ফের ৩৫০০ ছাড়াল

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ একটু কমলেও উদ্বেগ কমছে না। সোমবার টেস্টিং কম হওয়ায় দৈনিক সংক্রমণ নেমেছে চারশোর নিচে। কিন্তু সক্রিয়ের সংখ্যা বেড়েই চলেছে ধারাবাহিকভাবে। ভোটের মরশুমে করোনা নিয়ে উদ্বেগ বাংলায়। সক্রিয়ে সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩৫০০। মৃতের সংখ্যা এখনও নিয়ন্ত্রণে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৬৮ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৮০ হাজার ৬৩১ জন। এদিন ৩৬৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮০ হাজার ৯৯৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৩০৮। এদিন মৃত্যু হয়েছে ২ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৮০ হাজার ৯৯৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩ হাজার ৫৭৪ জন। এদিন ৭০ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৩৬৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৯৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৬৭ হাজার ১১৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৬১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮৯ লক্ষ ৭৪ হাজার ৬৬৩ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯৯৭১৮। এদিন টেস্টিং হয়েছে ১৬০০৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৪৭ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৩১৩৯২। এদিন ১২৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২৪৬৩৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ২৬ জন বেড়ে হয়েছে ৩৭৫৩৭। হাওড়ায় আক্রান্ত ৩৬৩০৬। এদিন আক্রান্ত হয়েছেন ২৯ জন। হুগলিতে ২১ জন বেড়ে আক্রান্ত ২৯৮৭০ জন।

More CORONAVIRUS News