উপত্যকায় বড় সাফল্য সেনাবাহিনীর। সোপিয়ানে সেনা জঙ্গি সংঘর্ষে নিকেশ ৩ জঙ্গি। তিন জঙ্গিই লস্কর-এ-তৈবার সঙ্গে যুক্ত বলে জানা িগয়েছে। পাকিস্তান থেকে মদত পেয়ে কাশ্মীরে তারা জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল বলে অভিযোগ। সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোর থেকেই সোপিয়ানের মানিহাল এলাকায় অভিযান শুরু করেছিল সেনা অভিযান।
সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে আঁচ পেয়েই গুলি তালাতে শুরু করে জঙ্গিরা। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। দফায় দফায় গুলির শব্দে সরগরম হয়ে উঠেছিল সোপিয়ান উপত্যকা। গুলিতে ৩ জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর। এখনও চলছে এনকাউন্টার। আরও জঙ্গি লুকিয়ে রয়েছে এলাকায় এমনই খবর পাওয়া যাচ্ছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। একাধিক জায়গায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।
নিহত ৩ জঙ্গি লস্কর-ই-তৈবার বলে জানা গিয়েছে। তবে এখনও জঙ্গিদের চিহ্নিতকরণ হয়নি। তাদের পরিচয় জানার চেষ্টা করছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর থেকেই জঙ্গি শূন্য করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। একাধিক জায়গায় দফায় দফায় চলেছে অভিযান। পাকিস্তান থেকে সাহায্য না পেয়ে অনেক জঙ্গিই আত্মগোপন করেছে।