বিজেপির সঙ্গে চুক্তি করেই বাংলায় প্রার্থী!
সম্প্রতি আসাদউদ্দিন ওয়েইসির দল মিম ছেড়েছেন রাজ্য সভাপতি জামিরুল হাসান। দল ছেড়েই বিস্ফোরণ ঘটান তিনি। বলেন, আসাদউদ্দিন ওয়েইসি বিজেপির হয়েই কাজ করছেন। বিজেপির কাছ থেকে টাকা নিয়েই এই রাজ্যের সফর করে গিয়েছিলেন তিনি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন জামিরুল। বিজেপির সঙ্গে চুক্তি করেই তিনি বাংলায় প্রার্থী দিতে চেয়েছিলেন।
ওয়েইসি দেখা করেছিলেন শুধু সিদ্দিকির সঙ্গে
জামিরুল বলেন, বাংলায় পা দিয়েই আসাদউদ্দিন ওয়েইসি দেখা করেছিলেন আব্বাস সিদ্দিকির সঙ্গে। তিনি আব্বাস সিদ্দিকির সঙ্গে হাত মিলিয়ে বিজেপির ফায়দা করতে চেয়েছিলেন। ওয়েইসি তাঁর বাংলা সফরে এ রাজ্যের কোনও মিম নেতার সঙ্গে দেখা করেননি। দেখা করেছিলেন শুধু আব্বাস সিদ্দিকির সঙ্গে।
মুসলমান ভোট ভাগ করে দেওয়ার চক্রান্ত!
জামিরুল বলেন, ওয়েইসি সাহেবের এহেন আচরণে শুধু তিনি নন ব্যথিত হয়েছিলেন পুরো রাজ্য ইউনিটের সদস্যরা। তারপরই তিনি নিজে দল ছাড়ার সিদ্ধান্ত নেন। মুসলমান ভোট ভাগ করে দেওয়ার চক্রান্ত করতেই তিনি এসেছিলেন। তাই তাঁর এই অভিষন্ধি পূরণ করতে দেওয়া যায় না। উল্লেখ্য মিম ইতিমধ্যেই মুর্শিদাবাদের ১৩টি আসনে প্রার্থী দিয়েছে।
তৃণমূল-স্তরে এখনও সংগঠনই হয়নি মিমের, অভিযোগ
জামিরুল বলেন, তাঁকে মৌখিকভাবেই রাজ্য মিমের প্রধান বলে অভিহিত করা হয়েছে। কিন্তু দল সেভাবে গঠন হয়নি। তাঁকে জেলায় ঘুরে ঘুরে সংগঠন বাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু মিম বাংলায় প্রার্থী দেবে বললেও, সেভাবে তৃণমূল-স্তরে এখনও দল গঠনই হয়নি। যদিও জামিরুলের সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন মিমের রাজ্য নেতৃত্ব।