সোমবার শুটিং বিশ্বকাপে ঝড় তুলল ভারত। একই দিনে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট থেকে তিনটি সোনা জিতে সাড়া জাগালেন ভারতীয় শুটাররা। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্ট থেকে সোনা জয়ের পর এবার পুরুষদের স্কিট বিভাগেও প্রথম হল ভারত। মহিলাদের একই বিভাগে রূপো জিতেছেন ভারতীয় শুটাররা।
সোমবার দিল্লির দিল্লির ডক্টর কার্নি সিং শুটিং রেঞ্জে স্কিট টিম ইভেন্টের ফাইনাল জেতে ভারতীয় দল। দেশের হয়ে দিনের তৃতীয় সোনা অর্জন করেছেন মাইরাজ খান, অঙ্গদ বাজওয়া, গুরজোত খানগুরা। সোনা জয়ের ম্যাচে কাতারের প্রতিযোগীদের ৬-২ পয়েন্টে হারিয়েছে ভারতীয় দল। একই ইভেন্ট থেকে রূপো জয় করতে সক্ষম হয়েছেন ভারতীয় মহিলারা। ফাইনালে কাজাখস্তানের বিরুদ্ধে ৪-৬ পয়েন্টে হেরে যায় পারনিনাজ ধালিওয়াল, কার্তিকি শেখাওয়াত এবং গানমাত শেখনের দল।
এর আগে এবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্ট থেকে সোনা জিতল মানু ভাকের ও সৌরভ চৌধুরী জুটি। একই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতল ভারতের যশস্বিনী দেসওয়াল ও অভিষেক ভার্মার জুটি। অন্যদিকে আইএসএসএফ বিশ্বকাপের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতের যশস্বিনী দেসওয়াল। রূপো জিতেছেন ভারতেরই মানু ভাকের। দিল্লির ডক্টর কার্নি সিং শুটিং রেঞ্জে ইভেন্টের আট প্রতিযোগীর ফাইনালে ২৩৮.৮ শট নিয়ে শীর্ষ স্থান দখল করেন যশস্বিনী। দ্বিতীয় স্থানে থাকা মনু ভাকেরের ঝুলিতে থাকে ২৩৬.৭ শট। ২১৫.৯ শটের অধিকারি বেলারুশের ভিক্টোরিয়া চাইকা ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতেছেন।
করোনা ভাইরাসের আবহে নয়াদিল্লিতে চলতে থাকা শুটিং বিশ্বকাপে ভারতকে প্রথম পদক এনে দেন দিব্যাংশ পানওয়ার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন জয়পুরের শুটার। রবিবার ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে রুপো জেতে ভারত। ভারতের এই দলে ছিলেন দীপক কুমার, পঙ্কজ কুমার ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমর। ১০ মিটার এয়ার পিস্তলে মহিলাদের দলগত ইভেন্টে রূপো জেতেন ভারতীয় মহিলারা। ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল দিব্যাংশ সিং পানওয়ার এবং এলাভেনিল ভালারিভান জুটি।
সব মিলিয়ে চলতি ইভেন্ট থেকে এখনও পর্যন্ত মোট ১৪টি পদক জিতেছে ভারত। তার মধ্যে ৬টি সোনা, ৪টি রূপো এবং চারটি ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে থাকা আমেরিকার পদক সংখ্যা ৬।