তৃণমূলে মোক্ষম ধাক্কা ভোটের মুখে, দলের সমস্ত পদ থেকে ইস্তফা হেভিওয়েট নেতার

ভোটের মুখেই বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। সোমবার আলিপুরদুয়ারের হেভিওয়েট তৃণমূল নেতা মোহন শর্মা ইস্তফা দিলেন তৃণমূলের সমস্ত পদ থেকে। জেলা নেতৃত্বের প্রতি অসন্তোষের কারণে তিনি ইস্তফার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন। তিনি দলের সমস্ত পদ ত্যাগ করে জানান, পদ ত্যাগ করলেও দল ত্যাগ তিনি করছেন না।

জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ

দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মোহন শর্মা বলেন, দলের জন্য সবকিছু করলেও দল তাঁকে কোনও মূল্য দেয়নি। এমনকী ভোটের সময়ও তাঁকে সঠিক মূল্য দেওয়া হয়নি। জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাজ্যে ভোট শুরুর তিনদিন আগেই কঠোর সিদ্ধান্ত নিয়ে নিলেন মোহনবাবু।

প্রাণপাত করলেও দলে সঠিক মর্যাদা পাননি!

তৃণমূলের এই দাপুটে নেতা ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলেন। তরাই ডুয়ার্স কালচারাল ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানও ছিলেন তিনি। এছাড়া আরও ৮টি পদ তিনি সামলেছেন একাহাতে। তাঁর অভিযোগ, দলের জন্য প্রাণপাত করলেও দলে তিনি সঠিক মর্যাদা পাননি। তাঁর অভিযোগ জেলা সভাপতি মৃদুল গোস্বামীর বিরুদ্ধে।

পদ ছাড়লেও তিনি দল ছাড়ছেন এখনই

মোহন শর্মা সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন জেলা সভাপতি মৃদুল গোস্বামীর বিরুদ্ধে নিজের ক্ষোভ জানিয়ে। সাংবাদিক বৈঠক ডেকে একদিনে সবকটি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, পদ ছাড়লেও তিনি দল ছাড়ছেন এখনই। এই কথায় তাঁর দলত্যাগ নিয়ে জল্পনা উসকে দিয়েছেন মোহন শর্মা।

মোহন শর্মার পদত্যাগ প্রসঙ্গে মৃদুল গোস্বামী

ভোটের মুখে মোহন শর্মার পদত্যাগ প্রসঙ্গে মৃদুল গোস্বামী তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, কে কী সিদ্ধান্ত নিলেন, তা আমার জানা নেই। আমাদের দলের কেউ কোনও সিদ্ধান্ত নিলে তা দলকে জানায়। আমি এখনও তেমন কিছু জানি না। বিষয়টি নিয়ে আগে খোঁজ নেব। তারপর মন্তব্য করতে পারব। দলের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা জানানোর নির্দিষ্ট জায়গা রয়েছে।

More TMC News