তৃণমূল বিধায়কের স্বামীকে সরিয়ে কি মিঠুনকেই প্রার্থী করবে বিজেপি, জল্পনা তুঙ্গে

মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়ার পর বাংলার ভোটার হয়েছেন। এবার জল্পনা শুরু হয়েছে তিনি হতে পারেন বিজেপি প্রার্থী। বিজেপির ঘোষিত কাশীপুর বেলগাছিয়ার প্রার্থী হলেন তৃণমূল বিধায়ক মালা সাহার স্বামী তরুণ সাহা। তাঁকে সরিয়ে বিজেপি প্রার্থী করতে পারে বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।

মিঠুনের কাছে প্রার্থী হওয়ার আর্জি রেখেছিল বিজেপি

মিঠুন চক্রবর্তী সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁর কাছে প্রার্থী হওয়ার আর্জি রেখেছিল বিজেপি। কিন্তু তিনি প্রথমে তা অস্বীকার করেন। রবিবার কাশীপুর বেলগাছিয়ায় বোনের বাড়ির ঠিকানায় মিঠুন চক্রবর্তীর নতুন ভোটার হওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকেই জল্পনা চলছে।

বাংলার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা বেড়ে গেল মিঠুনের

বাংলার নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা বেড়ে গেল অনেকটাই। মিঠুন চক্রবর্তীকে বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী করা নিয়ে জল্পনা চলছিল। তাঁর নাম আলোচনা হচ্ছিল বঙ্গ বিজেপির মুখ হিসেবেও। জার্সি বদল করে একেবারে সক্রিয় রাজনীতিতে নামার পর মিঠুন চক্রবর্তী এখন বঙ্গ বিজেপির অন্যতম মুখ হয়ে ওঠেন কি না, সেটাই দেখার।

বিজেপিতে যোগদান, মিঠুন চক্রবর্তী ফের জল্পনায়

বাংলার ভোটের আগে নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগদান করেছেন মিঠুন চক্রবর্তী। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন। চিটফান্ড মামলায় তাঁর নাম জড়ানোর পর থেকেই তিনি আড়ালে চলে গিয়েছিলেন রাজনীতি থেকে। এবার জার্সি বদল করে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন। জল্পনা বাড়ালেন একুশের নির্বাচনের আগে।

বাংলার ভোটার তালিকায় মিঠুন চক্রবর্তীর নাম

মিঠুন চক্রবর্তী বাংলার ভোটার তালিকায় নাম তুলেছেন। সুদূর মুম্বই থেকে বাংলার ভোটার হওয়ার পিছনে কোনও উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কাশীপুর-বেলগাছিয়ার ২২/১৮০ রাজা মণীন্দ্রচন্দ্র রোডের ঠিকানায় ভোটার হয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছেন মিঠুন। বাংলার ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে মিঠুন বসন্ত চক্রবর্তী হিসেবে।

More MITHUN CHAKRABORTY News