পুনেতে মঙ্গলবার ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ। এগিয়ে থেকেও টেস্ট ও টি ২০ সিরিজ হাতছাড়া করেছে ইংল্যান্ড। একদিনের আন্তর্জাতির সিরিজ জিতে কিছুটা সম্মান পুনরুদ্ধার করতে মরিয়া ইয়ন মর্গ্যানের দল। যদিও সেই লক্ষ্যে নামার আগে ফের ধাক্কা খেল ইংল্যান্ড। ধাক্কা খেল রাজস্থান রয়্যালসও।
আজ ইংল্যান্ডের ১৪ সদস্যের ওয়ান ডে দল ঘোষণা করা হয়েছে। তিনজন ক্রিকেটারকে বিকল্প হিসেবে রেখে দেওয়া হচ্ছে। আশঙ্কা সত্যি করে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জোফ্রা আর্চার। কনুইয়ের চোট বেড়ে যাওয়ায় তিনি দেশে ফিরছেন। তাঁর চোট পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করা হবে। আইপিএলেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসিবি জানিয়ে দিয়েছে, আইপিএলের শুরুর দিকে খেলতে পারবেন না আর্চার। দেশের মাটিতে প্রথমে নিউজিল্যান্ড ও পরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ইংল্যান্ডের। তারপর টি ২০ বিশ্বকাপ ও অ্যাশেজ। ফলে আর্চারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ইংল্যান্ড।
ইসিবি-র তরফে জানানো হয়েছে, দেশে ফিরলে বোর্ডের মেডিক্যাল টিম আর্চারের টিম খতিয়ে দেখবে। তারপর কীভাবে চিকিৎসা এগোবে বা কবে তিনি মাঠে নামতে পারবেন তা পরে জানানো হবে। তবে আইপিএলের শুরু থেকে তিনি যে খেলতে পারবেন না তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এদিন। একদিনের সিরিজের দলের সঙ্গে টি ২০ সিরিজের দলে থাকা জ্যাক বেল, ক্রিস জর্ডন ও ডেভিড মালানকেও দলের সঙ্গেই রেখে দেওয়া হচ্ছে কভার হিসেবে।
একদিনের আন্তর্জাতিক সিরিজে ইংল্যান্ডের ঘোষিত দল এরকম: ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মঈন আলি, জনাথন বেয়ারস্টো, সাম বিলিংস, জস বাটলার, সাম কারান, টম কারান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলে ও মার্ক উড।
কভার হিসেবে থাকছেন জ্যাক বেল, ক্রিস জর্ডন ও ডেভিড মালান। ২৩, ২৬ ও ২৮ মার্চ পুনেতে দর্শকশূন্য স্টেডিয়ামে হবে ভারত-ইংল্যান্ড একদিনের আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলি।