বিজেপির ইস্তেহার প্রকাশ
এদিন ইজেডসিসিতে বিজেপির ২০২১-এর বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেন অমিত শাহ। সেখানে তিনি মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩% সংরক্ষণ থেকে শুরু করে নিখরচায় পড়াশোনা, সরকারি পর্যটনে বিনা পয়সায় ভ্রমণের প্রতিশ্রুতি দিয়েছেন। রাজ্যে আরও দুই এইমস তৈরির পাশাপাশি পিএম কিষাণ, আয়ুষ্মাণ ভারত প্রকল্প লাগু করা, সীমান্ত সুরক্ষা, নাগরিকত্ব আইন লাগু করার কথাও বলেছেন। দুর্নীতি রোধে টাস্কফোর্স তৈরির পাশাপাশি নির্দিষ্ট অভিযোগের ক্ষেত্রে কমিশন গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন।
বিজেপির প্রতিশ্রুতির কোনও দাম নেই
বিজেপির ইস্তেহার প্রকাশের পরেই তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন সৌগত রায়, ডেরেক ও'ব্রায়েন। সৌগত রায় বলেন. বিজেপির ইস্তেহার প্রতিশ্রুতি মাত্র। যা মিথ্যা। এই ইস্তেহারের কোনও দাম নেই বলেও দাবি করেছেন তিনি। লোকসভা নির্বাচনে বিজেপির ইস্তেহার এখনও পালিত হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। ফলে এই ইস্তেহার মানুষ প্রত্যাখ্যান করবে বলেই মনে করেন তিনি।
তৃণমূলকে অনুকরণ
সৌগত রায় দাবি করেছেন একের পর এক বিষয়ে তৃণমূলকে অনুকরণ করে তৈরি করা হয়েছে এই ইস্তেহার। তিনি বলেন, বিজেপির তরফে অন্নপূর্ণা ক্যান্টিন তৈরি করার কথা বলা হয়েছে। তৃণমূল আগেই মা ক্যান্টিন তৈরি করেছে। এবার তা জেলা জেলায় ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল আগেই পুরোহিতদের ভাতা দেওয়া শুরু করেছে। সেখানে পুরোহিতদের জন্য বিজেপির কল্যাণ তহবিল গড়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
মেয়েদের জন্য কী করেছে বিজেপি
বিজেপির ইস্তেহার সরকারি পরিবহণে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের কথা বলা হয়েছে। যা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের প্রশ্ন মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশের মতো রাজ্যে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে আদৌ সেইসব রাজ্যে বিজেপি সরকার কি প্রতিশ্রুতি পালন করে? সৌগত রায় বলেছেন, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে তাদের মুখে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের কথা মানায় না।
১০০ আসনে পৌঁছবে না বিজেপি
সৌগত রায় এদিন দাবি করেছেন, বিজেপি তো ১০০ আসনেই পৌঁছবে না। গেরুয়া শিবিরকে মানুষ প্রত্যাখ্যান করবে। পাশাপাশি সৌগত রায় বলে, তৃণমূলের ইস্তেহার প্রকাশ করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে। কিন্তু বিজেপি তাদের ইস্তেহার প্রকাশ করেছে সরকারি জায়গা থেকে। আর ইস্তেহার প্রকাশের পরে, কেন বিজেপি এনিয়ে কোনও প্রশ্ন নিল না তা নিয়েও কটাক্ষ করেছেন সৌগত রায়।