মুম্বই: ভারতের টি২০ দলে সূর্যকুমার যাদবের অন্তর্ভুক্তি আর ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ওপেনে নেমে কোহলির মারকাটারি ইনিংস। দেশের মাটিতে টি২০ বিশ্বকাপের আগে যেন ভারতের টপ-অর্ডার ব্যাটিং লাইন-আপের সমীকরণটাই বদলে দিল এক লহমায়। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ের পর সুনীল গাভাস্কর ওপেনে ডেপুটি রোহিত শর্মার সঙ্গে অধিনায়ক বিরাট কোহলিকে আসন্ন বিশ্বকাপেও দেখতে চেয়েছেন। ভবিষ্যতে হিটম্যানের সঙ্গে ওপেন করার পথ খোলা রেখেছেন কিং কোহলিও।

এবার একই সুরে সুর মেলালেন জাতীয় দলের প্রাক্তন জোরে বোলার জাহির খান। তবে জাহিরের মতে সেটা একমাত্র সম্ভব হতে চলেছে তিন নম্বরে ভারতীয় দল সূর্যকুমার যাদব নামে একজন ব্যাটসম্যানকে পেয়েছে বলেই। উল্লেখ্য, কোহলির দুরন্ত ফর্মের পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের অভিষেক হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে আত্মপ্রকাশে ৩১ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংসের পর সিরিজের শেষ ম্যাচেও ১৭ বলে ৩২ রান করেছেন মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটসম্যান।

আর সব দেখেশুনে সূর্যর ফ্র্যাঞ্চাইজি দল মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটিং ডিরেক্টর জাহির খান এক জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটকে বলেছেন, ‘কেউ প্রশ্ন করতেই পারে যে বিরাট কোহলি ওপেন করছে এটা কী করে সম্ভব? এটা সম্ভব হয়েছে যেহেতু ভারত সূর্যকুমার যাদবের মত একজন ব্যাটসম্যানকে পেয়েছে। মাঠে নেমে ও বুঝিয়ে দিয়েছে তিন নম্বরে ব্যাট করতে নেমে ও ঠিক কী করতে পারে। ফলস্বরূপ বিরাট ভাবল আমি ব্যাটিং অর্ডারে নীচে নামতে পারব না। তাই ঠিক করল ওপেনিংটাই ভাল বিকল্প হতে পারে। চেষ্টা করে দেখা যাক।’

রোহিত-বিরাটের ওপেনিং জুটি প্রসঙ্গে গাভাস্কর বলেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে যত বেশি সংখ্যক ওভার দলের সেরা ব্যাটসম্যানদের খেলা উচিত৷ বিরাট কোহলির টপ-অর্ডার ব্যাটিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ লোকেশ রাহুলের ফর্মে না-থাকাটা দলের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে৷ নতুন ওপেনিং জুটি পাওয়া গিয়েছে৷’

শনিবার রোহিতের সঙ্গে ইনিংস শুরু করে ভারতকে বড় রানে পৌঁছে দেওয়াই শুধু নয়, সর্বোচ্চ ৮০ রান আসে বিরাটের ব্যাট থেকে৷ ব্যাট হাতে একাধিক রেকর্ডও ভাঙেন কোহলি৷ সিরিজে মোট ২৩১ রান সংগ্রহ করে নজির গড়েন ভারত অধিনায়ক। দু’টি টেস্ট খেলিয়ে দেশের মধ্যে দ্বি-পাক্ষিক টি-২০ সিরিজে কোহলির ২৩১ রানই এখনও পর্যন্ত সর্বাধিক। নয়া রেকর্ড গড়ার পথে ভারত অধিনায়ক টপকে যান সতীর্থ রাহুলকে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।