ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ জিতেও শাস্তির কোপ, বিরাটদের ফের জরিমানা

একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে আজই পুনেতে পৌঁছে গিয়েছে ভারত ও ইংল্যান্ড। টেস্টের পর টি ২০ সিরিজেও দুরন্ত কামব্যাক করে জিতেছে ভারতীয় দল। তবে টি ২০ সিরিজ জিতেও শাস্তির কোপে বিরাট কোহলিরা।

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টি ২০ ম্যাচে নির্ধারিত সময়ে দু ওভার কম বল করেছিল ভারত। সে কারণেই ভারতীয় দলের জরিমানা করা হয়েছে। এক ওভার কম থাকলে ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা হওয়া আইসিসি-র নিয়ম। তবে এই ম্যাচে বিরাটরা নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করায় ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানা ধার্য করেছেন আইসিসি-র এলিট প্যানেলে থাকা ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। চলতি সিরিজেই এর আগে বিরাটদের ২০ শতাংশ জরিমানা হয়েছিল।

ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে টি ২০ সিরিজে হারিয়ে একদিনের আন্তর্জাতিকে খেলতে নামবে ভারত। প্রথম ম্যাচ মঙ্গলবার ২৩ মার্চ। পরের দুটি ম্যাচ ২৬ ও ২৮ মার্চ।

More INDIA VS ENGLAND 2021 News