‘মিনি লকডাউনের’ পথে রাজস্থান! বন্ধ স্কুল-বাজার, জারি নাইট কার্ফু, রাজ্যে প্রবেশেও কড়া বিধিনিষেধ

করোনার লাগামছাড়া বাড়বাড়ন্তে ইতিমধ্যেই লকডাউন হয়েছে মহারাষ্ট্রে। পাশাপাশি মারণব্যাধির ফাঁসে উত্তরপ্রদেশের নয়ডায় জারি হয়েছে ১৪৪ ধারা। এমতাবস্থায় এবার করোনা ঠেকাতে বড়সড় পদক্ষেপ নিল রাজস্থান সরকারও। ভ্রমণ হোক,বাণিজ্য বা অন্য যে কোনও কাজে রাজস্থানে প্রবেশের ক্ষেত্রে করোনা পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক করল সরকার। এমনকী সেই রিপোর্ট ৭২ ঘণ্টার বেশি পুরনো হলেও চলবে না বলে সাফ জানানো হয়েছে। করোনা বাড়বাড়ন্তের মাঝে আগামী ২৫ মার্চ থেকেই নয়া নিয়ম কার্যকরী হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে সোমাবর থেকে রাজ্যের প্রধান ৮টি বড় শহরে জারি হচ্ছে নাইট কার্ফু। এমনটাই ঘোষাা করা হয়েছে রাজস্থান সরকারের তরফে। রাত্রি ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি থাকবে বলে জানা যাচ্ছে। কার্ফুর আওতায় থাকবে আজমের, ভিলওয়ারা, জয়পুর, যোধপুর, কোটা, উদয়পুর, সাগওয়ারা ও কুশলগড়ের মতো শহরগুলি। পাশাপাশি কোভিড বিধি না মানলে থাকছে কড়া ব্যবস্থাও। করোনা লাগামছাড়া বাড়বাড়ন্তের জন্যই একের পর এক রাজ্য এই ধরণের কড়া বিধিনিষেধের পক্ষে এগোচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে করোনা বাড়বাড়ন্তের মাঝেই ইতিমধ্যেই রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুল গুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত স্কুলগুলি বন্ধই থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে সোমবার রাত দশটা পর্যন্ত সমস্ত পৌর এলাকার বাজার গুলিও বন্ধ থাকবে বলে সরকারি ভাবে জানানো হয়েছে। এদিকে শনিবার রাজস্থানে ৪৪৫ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে। এখনও পর্যন্ত গোটা রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ২৪ হাজার ৯৪৮। যদিও আশার খবর এই যে গত ২র্ ঘণ্টায় গোটা রাজ্যে প্রাণ হারানি একজনও ব্যক্তি।

কেরলে চড়ছে ভোটের উত্তাপ, যুবশক্তির কাঁধে ভর করেই নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে রাহুলের দল

More RAJASTHAN News