কলকাতার ভবানীপুর থেকে এক সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদিকে একহাত নিলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন দেশের সমস্ত সম্পদ বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর তা বিক্রি করছে ৭৫ জন শিল্পপতির কাছে। কয়লা থেকে শুরু করে ডিজেল সব কিছু বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
শোভনদেব বলেন, ১৩০ কোটি মানুষের কথা না ভেবে তিনি নিজের সুবিধার্থে এই কাজ করছেন বলে জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে তিনি জানিয়েছেন দুই হাজার কুড়ি সালে জিডেপি মাইনাসে নেমে এসেছে। তা নিয়ে নরেন্দ্র মোদির কোনো মাথাব্যথা নেই বলেও জানিয়েছেন শোভনদেব বাবু।
অন্যদিকে তিনি জানিয়েছেন রাজ্যের সম্পদ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কর্মক্ষেত্রে মানুষের অনেকটাই সুবিধা হয়েছে। তাই তিনি আগে দেশকে সুরক্ষা করুক দেশের সম্পদ বৃদ্ধি করুন তারপরে পশ্চিমবাংলা থেকে হাত বাড়াবে ।তারপর সোনার বাংলা তৈরি করবে। সব কিছু বিক্রি করে দিয়ে তিনি কী করে সোনারবাংলা তৈরি করবেন তা নিয়েও প্রশ্ন তোলেন শোভনদেব চট্টোপাধ্যায়।
পাহাড়ের তিন আসনে প্রার্থী ঘোষণা মোর্চার বিনয়-গোষ্ঠীর, সংঘাত অব্যাহত গুরুংপন্থীদের