মুম্বই: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম আর্কাইভসের পক্ষ থেকে গত ১৯ মার্চ বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকে ‘এফ আই এ এফ’ সম্মানে ভূষিত করা হল। আর তারপরই বিগ বি তাঁর ইনস্টাগ্রামে সম্মান পাওয়ার মুহূর্তের ফ্রেমবন্দি ছবি পোস্ট করলেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি ব্যক্ত করলেন তাঁর সেই মুহূর্তের উচ্ছ্বাস।

বিগ বি লিখেছেন “২০২১-এ এফআইএএফ অ্যাওয়ার্ডে ভূষিত হয়ে আমি গভীরভাবে সম্মানিত। এফআইএএফ, মার্টিন স্করসেসি এবং ক্রিস্টোফার নোলানকে আজ এই অনুষ্ঠানে আমাকে পুরস্কৃত করেছেন, তাঁর জন্য অসংখ্য ধন্যবাদ। ভারতীয় চলচ্চিত্রের ঐতিহ্য বাঁচানোর লক্ষ্যে আমাদের লড়াই ও প্রতিশ্রুতি অপরিবর্তনীয় এবং ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন আমাদের চলচ্চিত্রগুলি সংরক্ষণের জন্য যে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখবে।”

মার্টিন স্করসেসি এবং ক্রিস্টোফার নোলান এর আগে এই সম্মানে ভূষিত হয়েছিলেন। ভারতীয় চলচ্চিত্রের সংরক্ষণ ও বিশ্ব সিনেমার ঐতিহ্য বর্তমান থেকে ভবিষ্যতে ধরে রাখায় বিগ বি-র অবদানের জন্য মার্টিন স্করসেসি এবং ক্রিস্টোফার নোলান এই পুরস্কার তুলে দিলেন শাহেনশার হাতে।

২০১৮-তে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বিগ বি, ফিল্ম সংরক্ষণের ওপর একটি বিশেষ বক্ত্যব্য রাখেন। যেখানে তিনি দুঃখপ্রকাশ করে বলেন “বহু ভারতীয় সিনেমায় সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গিয়েছে ,আর তা এক অপূরণীয় ক্ষতি।” বিগ বি এই সম্মান পাওয়ার পরে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীসহ অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

এরই মধ্যে এল আরেক সুখবর। আবারও পর্দায় আসছে অমিতাভ বচ্চন-দীপিকা ম্যাজিক। হলিউডের ব্লকবাস্টার হিট ছবি ‘ইনটার্ন’-এর হিন্দি রিমেকে অভিনয় করবেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোন। হলিউড ছবিতে এই দুই চরিত্রে অভিনয় করেছিলেন অ্যানি হাথওয়ে ও রবার্ট ডি নিরো। তবে অমিতাভের এই চরিত্রের জন্যে আগে বাছা হয়েছিল ঋষি কপূরকে। তাঁর সঙ্গেই স্ক্রিন শেয়ারের কথা ছিল দীপিকার। ছবি তৈরির কাজ সেই ভাবে এগোলেও প্রবীণ অভিনেতার আকস্মিক মৃত্যুতে সাময়িক ভাবে থমকে যায় কাজ। বিগ বি রাজি হওয়ায় নতুন উদ্যমে শুরু হয়েছে ছবির প্রি-প্রোডাকসনের কাজ। ছবির পরিচালনা করছেন ‘বধাই হো’ খ্যাত অমিত শর্মা। এই মুহূর্তে পরিচালক ব্যস্ত অজয় দেবগন অভিনীত স্পোর্টস বায়োপিক ‘ময়দান’-এর পরিচালনায়। তাই এই ছবির কাজ শেষ হলেই তিনি হাত দেবেন নতুন ছবির কাজে।

২০১৫-য় অমিতাভ-দীপিকার এক সঙ্গে প্রথম ছবি সুজিত সরকারের ‘পিকু’। বাবা-মেয়ের চরিত্রে দুজনের অভিনয় দর্শকমহল থেকে ক্রিটিক মহলে যথেষ্ট প্রশংসা পায়। সেই জুটির প্রত্যাবর্তনে খুশির হাওয়া বি টাউনে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।