প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই নিজেই কেন্দ্র সোহম
সামনেই ভোট। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে এবার সোহমকে প্রার্থী করেছে তৃণমূল। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই চন্ডীপুরে চলে আসেন অভিনেতা। বিভিন্ন জায়গায় জোরদার প্রচার চলছিল তাঁর। করছিলেন সেখানকার স্থানীয় নেতৃত্বদের সঙ্গে লাগাতার বৈঠকও। ন্দীগ্রামে মমতার প্রচারমঞ্চেও দেখা গিয়েছিল তাঁকে। ওই সফরেই নন্দীগ্রামে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই নাকি শারীরিক ভাবে নাকি অসুস্থ হয়ে পড়েন অভিনেতা তথা তৃণমূল প্রার্থী।
সোয়াইন ফ্লুতে আক্রান্ত অভিনেতা
আগামী ১ এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফায় ভোট রয়েছে চন্ডীপুরে। হাতে আর বেশি সময় নেই। আর সেই কারনে অসুস্থতা নিয়েই সোহম প্রচার চালাচ্ছিলেন বলে স্থানীয় মানুষজন জানিয়েছেন। জানা গিয়েছে, শুক্রবার রাতে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপতালে ভর্তি করা হয় সোহমকে। রাতেই বেশ কিছু পরীক্ষা করা হয়। ডাক্তাররা জানাচ্ছেনম সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন অভিনেতা।
চিন্তার কারণ নেই!
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলেও অভিনেতা তথা তৃণমূল প্রার্থীর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে এখনই তাঁকে ছেড়ে দেওয়ার কোনও সম্ভাবনা নেই বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আরও বেশ কয়েকদিন অভিনেতাকে নজরে রাখতে চান ডাক্তাররা। আরও বেশ কিছু পরীক্ষা করা প্রয়োজন বলে জানা যাচ্ছে। এরপরেই তাঁকে ছাড়ার ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত ডাক্তাররা নেবেন বলে জানা যাচ্ছে।
প্রার্থী অসুস্থ! মাথায় হাত কর্মীদের
হাতে আর বেশিদিন সময় নেই। দ্বিতীয় দফাতেই ভোট এখানে। আর ঠিক ভোটের মুখে খোদ প্রার্থীর অসুস্থ হয়ে যাওয়াতে কিছুটা হলেও ভেঙে পড়েছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। কীভাবে প্রচার হবে। বিরোধীদের টেকাতে কী হবে রণকৌশল তা নিয়ে বৈঠক করছেন। তবে যেভাবে প্রচার চলছিল সেভাবেই হবে বলে সিদ্ধান্ত স্থানীয় নেতৃত্বের। আজ হলদিয়া, খেজুরি সমস্ত জায়গাতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী নয়, তাঁকে দেখে সমস্ত কেন্দ্রে ভোট দেওয়ার কথা বলেন নেত্রী। আর তাতেই কিছুটা কাজ হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা।