এডিজি আইনশৃঙ্খলাকে চূড়ান্ত তালিকা পাঠাল নির্বাচন কমিশন
শনিবার সকালে দফায় দফায় রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন। চলতি মাসের ২৭ তারিখ প্রথম দফার ভোট রয়েছে। আর প্রথম দফার ভোটে কোনও রকম অশান্তি এড়াতে তৎপর কমিশন। আর সেই কারনে আগেভাগেই প্রথম দফার ভোটে কোন বুথে কত বাহিনী, কত পুলিশ থাকবে সেই সংক্রান্ত একটা চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলল কমিশন। আর তা করে ফেলাই নয়, এডিজি আইনশৃঙ্খলাকে সেই চূড়ান্ত তালিকা ইতিমধ্যে পাঠিয়েও দিয়েছে নির্বাচন কমিশন। সেই মতো প্রথম দফায় যে সমস্ত জায়গায় ভোট রয়েছে সংশ্লিষ্ট পুলিশ সুপারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে কমিশনের তালিকা।
কত বুথে কত বাহিনী
জানা যাচ্ছে, রাজ্যের প্রতিটি বুথে অন্তত চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেই থাকবে একজন করে লাঠিধারী পুলিশ। এমন ভাবেই নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থা সাজাচ্ছে বলে জানা যাচ্ছে। রাজ্যের এডিজি আইনশৃঙ্খলার তরফে এ দিন বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে বুথের নিরাপত্তা নিয়ে যে নির্দেশ পৌঁছেছে, তাতেই এই নির্দেশের কথা বলা হয়েছে। আর যে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বুথের সংখ্যা দুই বা তার বেশি, সেখানে আটজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন৷ সঙ্গে থাকবেন একজন করে লাঠিধারী পুলিশ৷
মাও এলাকাগুলিতে বিশেষ নজর
মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে বিশেষ নজর দিচ্ছে কমিশন। সেই কারনে মাও এলাকার প্রতিটি বুথ পিছু আটজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন৷ সঙ্গে লাঠিধারী পুলিশও থাকবে৷ এমনটাই জানা গিয়েছে।
কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ রাখার দাবি
কেন্দ্রীয় বাহিনীর বাংলা ভাষা বোঝে না। ভাষাগত একটা সমস্যা হতে পারে। আর সেই কারনে কেন্দ্রীয় বাহিনী র সঙ্গে একজন করে রাজ্য পুলিশ যাতে থাকে সেই আবেদন জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানায় তৃণমূল। সেই দাবিকে মান্যতা দিয়েই সম্ভবত কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একজন করে লাঠিধারী রাজ্য পুলিশ রাখার সিদ্ধান্ত বলে খবর।
কোন দফায় কত বাহিনী
প্রতি দফাতেই বাহিনী মোতায়েন নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় যেখানে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে। সেখান দ্বিতীয় দফায় ৬৯৭ কোম্পানি বাহিনী। তৃতীয় দফায় ৬৯৫ কোম্পান,চতুর্থ দফায় ৮৯৯ কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে। পঞ্চম দফার ভোটে থাকছে ৯৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই দফাতেই সর্বাধিক বাহিনী ব্যবহার করছে কমিশন। ষষ্ঠদফার ভোটে ৯৩৩ কোম্পানি এবং সপ্তম দফার ভোেট ৭৫২ কোম্পানি বাহিনী এবং অষ্টম দফার ভোটে ৮০৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও এসডিও এবং এসডিপিও-র সঙ্গে ১ কোম্পানি করে কেন্দ্রীয় বািহনী রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
কমিশনকে নিশানা মমতার
বাঁকুড়ার প্রচােরর ময়দান থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রভাবিত করছে নির্বাচন কমিশনকে। তার কথা শুনে কাজ করছে কমিশন। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ও রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে ইডির নোটিস পাঠানো নিয়ে তীব্র আক্রমণ শানিয়ে মমতা অভিযোগ করেছেন অমিত শাহ কলকাতায় বসে চক্রান্ত করছেন। এমনকী তাঁকে খুন করার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা। প্রয়োজনে তিনি ভাঙা পায়ে গিয়ে নির্বাচন কমিশনে ধরনা দেবেন তিনি হুঙ্কার দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।