কংগ্রেসের ইস্তেহারে নাগরিকত্ব সংশোধনী আইন রদের প্রতিশ্রুতি, মুক্তির স্বাদ দিলেন রাহুল

কংগ্রেস নেতা রাহুল গান্ধী অসমের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের ইস্তেহার প্রকাশ করেছেন। শনিবার ইস্তেহার প্রকাশ করে রাহুল বলেন, তাঁরা অসমের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবেন। আরএসএস এবং বিজেপি দেশের সংস্কৃতিকে আক্রমণ করে চলেছে। আমাদের ভাষা, ইতিহাস, আমাদের চিন্তাভাবনা, আমাদের থাকার পদ্ধতি সবই বিজেপি তৈরি করে দিচ্ছে।

কংগ্রেস তাদের ইস্তেহারে নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯ বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছে। চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬৫ টাকা বাড়ানোর পাশাপাশি প্রতি মাসে পাঁচ লক্ষ সরকারী চাকরি এবং ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছে। অসমের ১২৬ সদস্যের নির্বাচন তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ৩৯ আসনে ভোট হবে।

রাহুল গান্ধী বলেন, দেশের ভালোর জন্য রাজ্যের ভালোর জন্য অসমে বিজেপি সরকারকে উৎখাত করা জরুরি। তাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। অসমে মানুষ বিপন্ন নাগরিকত্ব সংশোধনী আইনের প্রকোপে। অসমবাসীকে সেই পরিস্থিতি থেকে রক্ষা করতে হবে। তার জন্য দরকার কংগ্রেসকে ক্ষমতায় আনা।

More RAHUL GANDHI News