শিশির অধিকারীকে নিয়ে ধন্দের অবসান!
শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই প্রশ্ন উঠছিল শিশির অধিকারীদের অবস্থান নিয়ে। শুভেন্দুর পর তাঁর ছোট ভাই সৌমেন্দুও বিজেপির পতাকা হাতে তুলে নেন। কিন্তু শিশির আর দিব্যেন্দুকে নিয়ে ধন্দ তৈরি হচ্ছিল তাঁরা তৃণমূলে না বিজেপিতে। অন্তত শিশির অধিকারীকে নিয়ে সেই ধন্দের অবসান ঘটতে চলেছে বিধানসভা ভোটের শুরু আগে।
অমিত শাহের সভায় যোগ দেবেন শিশির?
একুশের বিধানসভা শুরু হতে আর বাকি সাতদিন। এরই মধ্যে শিশির অধিকারী কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাঁর অবস্থান স্পষ্ট করে দিলেন। তিনি যে রবিবার অমিত শাহের সভায় যোগ দেবেন তা একপ্রকার নিশ্চিত হয়ে গেল। এরপর তিনি ২৪ মার্চ কাঁথিতে নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত থাকতেও পারেন।
সমর্থন শুভেন্দুর দিকেই, বিজেপিতে যোগ-জল্পনা
কাগজে-কলমে এখনও শিশির অধিকারী এখনও জেলা তৃণমূলের চেয়ারম্যান। তিনি তৃণমূল সাংসদও। কিন্তু কথা বার্তায় তাঁর সমর্থন ছেলে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দুর দিকেই। এমনকী ছেলের সমর্থনে মোদীর সভাতেও উপস্থিত থাকতে তাঁর কুণ্ঠা নেই বলে সাফ জানিয়েছিলেন শিশির অধিকারী। উল্লেখ্য এবার নন্দীগ্রাম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শুভেন্দু।
অমিতের সভায় যোগ, মোদীর সভায় সমর্থন
শিশির অধিকারী যে মোদীর সভায় মঞ্চে থাকতে পারেন এবং তার আগে অমিত শাহের সভায় উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দিতে পারেন, তা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরই মধ্যে শিশির অধিকারী ফলাও করে জানিয়ে দিয়েছিলেন ছেলে যা বলবে, তিনি তা-ই করবেন। শুভেন্দু অধিকারীর তৃণমূল ত্যাগের পর থেকেই একাধিকবার প্রকাশ্যেই দলের বিরুদ্ধে তোপও দেগেছিলেন তিনি।
শিশিরের বিজেপিমুখী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল
আগামী ২৪ মার্চ কাঁথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। তার আগে মোদীকে আমন্ত্রণ জানাতে সাংসদ লকেট চট্টোপাধ্যায় শিশির অধিকারীর বাড়িতে গিয়েছিলেন। এবার অমিত শাহের সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ নিয়ে শিশির অধিকারীর বাসভবন শান্তিকুঞ্জে গিয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। এরপর শিশিরের বিজেপিমুখী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছে রাজনৈতিক মহল।
শুভেন্দু সম্মতি দিয়েছেন, আর কোনও বাধা নেই
শিশির অধিকারীর অবস্থান এতদিনে স্পষ্ট হয়ে গেল। মোদীর সভা যত এগিয়ে আসছে, ততই শিশির অধিকারীর পা বিজেপি শিবিরের দিকে এগোচ্ছে। সুযোগ পেলেই প্রধানমন্ত্রীর সভায় তিনি হাজির থাকবেন। এমনকী শুভেন্দুর হয়ে তিনি সক্রিয়ভাবে প্রচার শুরু করবেন বলে জানিয়েছিলেন। বলেছিলেন ছেলে যা বলবে তাই করব। শুভেন্দু তাঁকে সম্মতি দেওয়ায় আর কোনও বাধা রইল না।